বুনিয়াদপুর (দক্ষিণ দিনাজপুর), 14 ফেব্রুয়ারি : নিম্নমানের কাজের অভিযোগে শনিবার বুনিয়াদপুর-রায়গঞ্জ রাজ্যসড়ক অবরোধ করে ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার আমিনপুরে। ওই এলাকায় আমিনপুর থেকে দেহাবন্ধ পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ করছে পূর্ত দপ্তর।
সারাইয়ের একদিনের মধ্যে বেহাল রাস্তা, প্রতিবাদে রাজ্যসড়ক অবরোধ - দক্ষিণ দিনাজপুর
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারানোয় একদিনের মধ্যে পিচ উঠে যাওয়ার অভিযোগ ৷ যার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর-রায়গঞ্জ রাজ্যসড়ক অবরোধ করল স্থানীয়রা ৷ অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি জানায় তারা ৷
![সারাইয়ের একদিনের মধ্যে বেহাল রাস্তা, প্রতিবাদে রাজ্যসড়ক অবরোধ local people block the road in south dinajpur kusmundi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10622358-117-10622358-1613295294464.jpg)
গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার রাতে রাস্তার যে পিচের কাজ হয়েছে, শনিবার সকালেই তা উঠে গিয়েছে । তারই প্রতিবাদে নিম্নমানের কাজের অভিযোগ তুলে এদিন আমিনপুরে বুনিয়াদপুর-রায়গঞ্জ রাজ্যসড়ক অবরোধ করে গ্রামবাসীরা। তাদের দাবি পুনরায় ওই রাস্তার কাজ করতে হবে। পরে কুশমণ্ডি থানার পুলিশ এসে অবরোধ উঠিয়ে দেয়। এলাকার জেলা পরিষদ সদস্য তথা খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা জানান, গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ করেছে। তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। অন্যদিকে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পরে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। ওই অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্যসড়কে। আন্দোলন উঠলে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল ।
আরও পড়ুন : রাস্তা সারাইয়ের দাবিতে জিটি রোড অবরোধ
জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা জানান, ‘‘আমি মালদা যাওয়ার পথে এলাকার লোকজন আমাকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার কাজ দেখায় ৷ সেই কাজ দেখে আমি খুবই অবাক হয়ে যাই ৷ আমিনপুর থেকে দেহাবন্ধ পর্যন্ত যে রাস্তার কাজ হয়েছে তা খুবই নিম্নমানের । আমি বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে জানাবো ।