পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাধীনতা দিবসেও মাল্যদান করা হল না কবি সুকান্তের মূর্তিতে - Sukanta Bhattacharya

সাহিত্য জগতের জন্যও 15 অগাস্ট একটি উল্লেখযোগ্য দিন ৷ এই দিনটিতেই জন্মগ্রহণ করেন কবি সুকান্ত ৷ কিন্তু আজকের দিনও মাল্যদান করা হল না কবি সুকান্তের মূর্তিতে ৷

কবি
কবি

By

Published : Aug 16, 2020, 1:29 PM IST

বংশীহারি 15 অগাস্ট : আজ স্বাধীনতা দিবস ৷ সেই সঙ্গে বাংলা সাহিত্য জগতের জন্যও 15 অগাস্ট একটি উল্লেখযোগ্য দিন ৷ এই দিনটিতেই জন্মগ্রহণ করেন কবি সুকান্ত ৷ কবির জন্মদিন হিসেব এই দিনটি পালক করে সাহিত্যিক, কবি সহ সাহিত্য প্রেমীরা । উত্তর দিনাজপুরের বুনিয়াদপুরেও রয়েছে কবি সুকান্তের একটি মূর্তি ৷ সেটিতে মাল্যদান তো দূরের কথা মূর্তিটি সংস্কারও করা হয়নি ৷ কবি সুকান্তের মূর্তির রং আসতে আসতে ঝরতে শুরু করেছে ৷ মূর্তি সংস্কারের প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা ৷

প্রায় আজ থেকে 20 বছর আগে বুনিয়াদপুরের কমিউনিটি হলের সামনে কবি সুকান্তের মূর্তি প্রতিষ্ঠা করা হয় ৷ তবে আজ পর্যন্ত সেই মূর্তি উদ্বোধন করা হয়নি বলেও অভিযোগ ৷ দিন দিন মূর্তিতে জমেছে নোংরা আবর্জনা । বুনিয়াদপুর পুরসভার পক্ষ থেকেও কোন উদ্যোগ নেওয়া হয়নি ।

এবিষয়ে সাহিত্যিক প্রদীপ দাস বলেন, "বুনিয়াদপুরে প্রচুর সাহিত্য প্রেমী রয়েছেন কিন্তু তারা কেউ এ বিষয়ে মাথা ঘামায়নি । আগামী বছর থেকে আমরা চেষ্টা করব কবি সুকান্তকে মাল্যদান করতে ৷" গঙ্গারামপুর মহকুমার শাসক মানবেন্দ্র দেবনাথের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন ৷

ABOUT THE AUTHOR

...view details