বালুরঘাট, 6 ডিসেম্বর : প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ৷ দীর্ঘ 9 বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট জেলা আদালতের ৷ আজ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) কিষেন কুমার আগরওয়াল অভিযুক্ত রাজু মুদিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান ৷
প্রতিবেশীকে খুন, 9 বছর পর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড - life time imprisonment after 9 long years verdict by south dinajpur district court
প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট জেলা আদালতের ৷
2010 সালের 13 অক্টোবর হরিরামপুর থানার দানবগ্রামের বাসিন্দা বিদেশি মুদিকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে রাজু মুদি । বিদেশি মুদি পেশায় কবিরাজ ছিলেন । পুরোনো শত্রুতার জেরে খুন বলে জানান সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী ৷ ঘটনার দিন হরিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃত বিদেশি মুদির স্ত্রী বিশ্নি মুদি । তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাজু মুদিকে গ্রেপ্তার করে পুলিশ ৷
দীর্ঘ সাক্ষী-প্রমাণের পর অবশেষে গতকাল বালুরঘাট জেলা আদালতের বিচারক অভিযুক্ত রাজু মুদিকে দোষী সাব্যস্ত করে । আজ তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক । এবিষয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, হরিরামপুরের একটি খুনের মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (তৃতীয় কোর্ট) কিষেন কুমার আগরওয়াল । 307 ধারায় 10 বছরের কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে ছ'মাসের কারাদণ্ড । 326 ধারায় 10 বছরের কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা । অনাদায়ে ছ'মাসের কারাদণ্ড । এবং 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছ'মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ।