বালুরঘাট, 1 জুলাই : নিকাশি ব্যবস্থার উন্নতি, বেহাল রাস্তা মেরামতি, গৃহ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ সহ মোট নয় দফা দাবিতে বালুরঘাট পৌরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে গণ ডেপুটেশন দিল বামফ্রন্ট । গতকাল বিকেলে বালুরঘাট পৌরসভার সামনে জমায়েত করে এই গণ ডেপুটেশন দেওয়া হয় । কর্মসূচিতে হাজির ছিলেন RSP-র সুচেতা বিশ্বাস, CPIM নেত্রী সর্বাণী নিয়োগী, বিমলেন্দু সরকার, পরিমল সরকার সহ অন্যরা । পৌরসভার পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয় ।
নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবিতে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন বামেদের - বালুরঘাটের খবর
গতকাল বিকেলে একাধিক বিষয়ে ন'দফা দাবি নিয়ে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষকে গণ ডেপুটেশন দিল বামফ্রন্ট ।
2018 সালের অক্টোবরে বালুরঘাট পৌরসভায় তৃণমূল বোর্ডের মেয়াদ শেষ হয় । এরপর পৌরসভায় বসে প্রশাসক । অভিযোগ, পৌর প্রশাসক বসার পর থেকেই বেহাল হয়ে পড়েছে শহরের নিকাশি ব্যবস্থা । শহর জুড়ে রাস্তাঘাট খানাখন্দে ভরে গেছে । শহরের রাস্তাঘাট-সহ একাধিক বিষয়ে বামফ্রন্ট শহর লোকাল কমিটির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষকে গণ ডেপুটেশন দেওয়া হয় ।
এই বিষয়ে সুচেতা বিশ্বাস বলেন, "বর্ষার শুরু হতেই শহরজুড়ে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে । রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল হয়ে পড়ছে । পাশাপাশি শহরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ । আমরা 9 দফা দাবি সামনে রেখে আজকে পৌরসভার কার্যনির্বাহী আধিকারিককের কাছে ডেপুটেশন দিয়েছি । বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।"