বংশীহারি, 8 জুন : দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে আইনজীবী ও ল'ক্লার্ক অ্যাসোসিয়েশন মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দিল (Lawyers on strike demanding relocation of court to newly constructed building at Gangarampur)। নতুন ভবন তৈরি হওয়ার জন্য দীর্ঘদিন ধরে পুরানো কোর্ট বিল্ডিংয়েই যাবতীয় কাজ করছিলেন আইনজীবীরা ৷ এর ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলেও পড়তে হয়েছে আইনজীবী থেকে শুরু করে সেখানে কর্মরত পুলিশ কর্মীদের । কিন্তু বেশ কয়েকদিন হল নতুন ভবন তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ৷ তা সত্ত্বেও সেই পুরানো বেহাল বিল্ডিংয়েই কাজ করতে হচ্ছে তাঁদের ৷ তাই নতুন ভবনে আদালত স্থানান্তরের দাবিতে কর্মবিরতি শুরু করলেন আদালতের আইনজীবী থেকে শুরু করে ল'ক্লার্ক কর্মীরা । তাদের একটাই দাবি, নতুন ভবন দ্রুত চালু করতে হবে ।
গঙ্গারামপুর মহকুমা আদালতের কাজ বর্তমানে একটি ভাড়া বাড়িতে করা হচ্ছে । স্বল্প পরিসরেই চলছে আদালতের কাজকর্ম । এরপর বুনিয়াদপুরে আদালতের নতুন ভবনের শিলান্যাস হয় 2013 সালে । বছর দুয়েক আগেই নতুন ভবনের কাজ শেষ হয়েছে । আইনজীবীদের অভিযোগ, মহকুমা আদালতের নতুন ভবনের কাজ শেষ হয়ে গেলেও কোনও অজ্ঞাত কারণে এখনও আদালত স্থানান্তর করা হয়নি সেখানে । এদিকে বর্তমান ভাড়া বাড়িতে স্বল্প পরিসরে কাজে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আইনজীবী-সহ আদালতে কাজ করতে আসা সাধারণ মানুষের । নেই শৌচাগারের ব্যবস্থাও । বছর দুয়েক আগে নতুন ভবন নির্মাণের পর বারবার দাবি জানিয়েও নতুন ভবনে আদালত স্থানান্তর করা হয়নি । এই কারণে মঙ্গলবার মহকুমা আদালতের আইনজীবীরা ও ল'ক্লার্করা কর্মবিরতির ডাক দেন । এই কর্মবিরতি 7 জুন থেকে 12 জুন পর্যন্ত চলবে বলে জানান আইনজীবীরা ।
Gangarampur Sub Divisional Court : নবনির্মিত ভবনে আদালত স্থানান্তরের দাবিতে কর্মবিরতি শুরু আইনজীবীদের - গঙ্গারামপুর মহকুমা আদালতে আইনজীবীদের কর্মবিরতি
নতুন আদালত ভবন তৈরি হওয়া সত্ত্বেও সেখানে এখনও কাজ না শুরু করে পুরানো একটি বিল্ডিংয়ে কাজ চলছে ৷ নানা অসুবিধার মধ্যে সেখানে কাজ করতে হচ্ছে আইনজীবীদের ৷ তাই নতুন ভবনে আদালত স্থানান্তরের দাবিতে কর্মবিরতি শুরু করলেন গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবীদের (Gangarampur Sub Divisional Court)৷
নতুন ভবনে আদালত স্থানান্তরের দাবিতে কর্মবিরতির ডাক দিলেন গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবীরা