বালুরঘাট, 19 এপ্রিল: শেষনিশ্বাস ত্যাগ করলেন দক্ষিণ দিনাজপুর জেলার শেষ স্বাধীনতা সংগ্রামী সোমরা ওরাঁও। 2 এপ্রিল শ্বাসকষ্টজনিত সমস্যায় বালুরঘাট হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। গতকাল বিকেল 3টা 30মিনিট নাগাদ বালুরঘাট হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 107 বছর।
প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সোমরা ওরাঁও - শ্বাসকষ্টজনিত সমস্যা
দক্ষিণ দিনাজপুর জেলার শেষ স্বাধীনতা সংগ্রামী সোমরা ওরাঁও গতকাল শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল 107 বছর। 1942-র "ভারত ছাড়ো" আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
সোমরা ওঁরাও
1942-র 'ভারত ছাড়ো' আন্দোলনে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের কৈকুরি গ্রামের বাসিন্দা সোমরা ওরাঁও। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকমাস আগে থেকে একটু একটু করে দৃষ্টিশক্তি কমছিল।
জেলার শেষ স্বাধীনতা সংগ্রামী সোমরা ওরাঁওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জেলার বিশিষ্টজনরা।
Last Updated : Apr 19, 2019, 2:59 AM IST