পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coromandel Express Accident: 'যাকে ফোন করছেন তিনি মারা গিয়েছেন', ওপার থেকে জানাল অচেনা কেউ; উৎকণ্ঠায় বামনগোলার পরিবার - Coromandel Express Accident

বালাসোরে ট্রেন দুর্ঘটনার পর থেকে নিঁখোজ কেরলের উদ্দেশ্যে রওনা দেওয়া দুই শ্রমিক ৷ আশাঙ্কায় দিন গুনছেন পরিবারের সদস্যরা ৷

Coromandel Express Accident
নিঁখোজ কেরলের উদ্দেশ্যে রওনা দেওয়া দুই শ্রমিক

By

Published : Jun 3, 2023, 3:12 PM IST

Updated : Jun 3, 2023, 5:25 PM IST

করমণ্ডল বিপর্যয়ের পর থেকে নিখোঁজ দুই শ্রমিক

তপন, 3 জুন: রেলের তরফে ঘোষণা করা হয়েছে উদ্ধারকার্য সম্পূর্ণ হয়েছে ৷ তবে বহু মানুষ এখনও প্রিয়জনের কণ্ঠস্বর শোনার প্রতীক্ষায় ৷ বাংলার বিভিন্ন জেলা থেকে এক এক করে আসছে মৃত্যুসংবাদ এবং নিখোঁজের খবর ৷ যেমন নিখোঁজ দক্ষিণ দিনাজপুরের তপন থানার গঙ্গারামপুর গ্রামের চন্দন রায় এবং তাঁর আত্মীয় নিত্যম রায় ৷ নিত্যম মালদহের বামনগোলার বাসিন্দা ৷ পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী করমণ্ডলে চেপে দু'জনে কেরল যাচ্ছিলেন কাজের খোঁজে ৷ কিন্তু মাঝপথেই দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ৷ তারপর থেকেই আর খোঁজ মিলছে না কারওরই ৷

পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধে ছ'টার সময় শেষবার নিত্যমের সঙ্গে কথা হয় তাঁদের ৷ এরপর করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের মুখে পড়ার পর থেকে আর কারোর সঙ্গেই কোনও যোগাযোগ করা যায়নি ৷ চন্দনের ফোন স্যুইচড অফ আর নিত্যমের ফোনে ফোন করা হলে অচেনা কেউ একজন সেই ফোনটি রিসিভ করেন ৷ জানান, যাঁকে ফোন করা হচ্ছে তিনি আর বেঁচে নেই ৷ বিষয়টি জানাজানি হতেই ভেঙে পড়ে গোটা পরিবার ৷ তবে নিত্যমের মৃত্যু যে হয়েইছে, সে সম্পর্কে নিশ্চয়তা কোথায়?

খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে আসে তপন থানার পুলিশ ৷ বিজেপির স্থানীয় নেতারাও আসেন ঘটনার খোঁজ নিতে । এই বিষয়ে কথা বলতে গিয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, "শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। তার মধ্যে তপন থানার গঙ্গারামপুর গ্রামের দু'জন শ্রমিকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না । আমরা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ খবর চালাচ্ছি ।"

অন্য়দিকে পরিবারের সদস্য চন্দনা রায় বলেন, "ওরা রওনা দেওয়ার সময় ফোন করে বলেছিল, আমরা রওনা দিয়েছি । তারপর আমরা যখন খবর শুনতে পাই করমণ্ডল এক্সপ্রেস দূর্ঘটনার কবলে পড়েছে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু চন্দনের ফোন বন্ধ ৷ আর নিত্য়মের ফোনে করলে এক অচেনা ব্যক্তি ফোনটি তোলেন তিনি বলেন, আপনি যাঁকে ফোন করেছেন তিনি মারা গিয়েছেন ৷ আমরা কোনও সঠিক খবর পাচ্ছি না ৷" বলাই বাহুল্য় গোটা পরিবার ভীষণ উদ্বিগ্ন পুরো ঘটনায় ৷

আরও পড়ুন:করমণ্ডল বিপর্যয়, দুঃস্বপ্নের সাক্ষী ওড়িশার বালাসোর যেন মৃত্যু উপত্য়কা !

এই বিষয়ে এই পরিবারটিকে সাহায্য়ের আশ্বাস দিয়ে স্থানীয় বিজেপি নেতা জুল্লুর রহমান বলেন, "আমরা খবর পেয়েছি। আমরা হেল্প লাইন নম্বরে ফোন করে সব জানিয়েছি যে আমার গ্রামের ছেলে চন্দন রায় এবং তাঁর ভগ্নিপতি নিত্যম রায় তারা কাজের সূত্রে এই করমণ্ডল এক্সপ্রেসে কেরলের উদ্দেশ্য়ে রওনা দেন ৷ কিন্তু তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছেনা ।" রাজ্য থেকে যে উদ্ধারকারী দল গিয়েছে তার সঙ্গেও তাঁরা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করছেন বলে জানান তিনি ৷

Last Updated : Jun 3, 2023, 5:25 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details