পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজো দেখে ফেরার পথে কুশমণ্ডিতে বাইক দুর্ঘটনায় মৃত 3 - kushmandi bike accident

নবমীর রাতে কুশমণ্ডিতে বাইক দুর্ঘটনা ৷ এক যুবতিসহ মৃত তিন ৷ আহত আরও দুই ৷

বাইক দুর্ঘটনায় মৃত 3

By

Published : Oct 8, 2019, 6:02 PM IST

কুশমণ্ডি, 8 অক্টোবর : কুশমণ্ডিতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতিসহ তিনজনের ৷ আহত হয়েছেন দু'জন ৷ এই নিয়ে এবার পুজোয় বাইক দুর্ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলায় মৃত্যু হল ছ'জনের ৷

কুশমণ্ডিতে দুর্ঘটনায় মৃতদের নাম রঞ্জন সরকার (25), সুদেব রায় (24) ও শম্পা সরকার (24) ৷ গতকাল রাতে ঠাকুর দেখে হেঁটে বাড়ি ফিরছিলেন শম্পা সরকার ও রঞ্জন সরকার ৷ সাতমাইল এলাকায় পিছন থেকে একটি বাইক এসে তাঁদের ধাক্কা মারে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় শম্পার ৷ গুরুতর আহত হন রঞ্জনসহ বাইকে থাকা তিনজন ৷ তাঁদের নাম জয় মিশ্র, সুদেব রায় ও সুবল সরকার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কুশমণ্ডি থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ৷ সেখানে আজ রঞ্জন সরকার ও সুদেব রায় মারা যান ৷ বাকিদের অবস্থা আশঙ্কাজনক ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয় ৷

কুশমণ্ডি থানার IC মানবেন্দ্র সাহা জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সপ্তমীতে বালুরঘাটের পাগলিগঞ্জে বাইক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়৷ অষ্টমীতে ঠাকুরপুরা এলাকায় একজনের মৃত্যু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details