কুমারগঞ্জ, 17 সেপ্টেম্বর : "আমরা অসৎ হলেও হতে পারি । কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৎ । তাই মুখ্যমন্ত্রীর পাশে সকলে থাকুন ।" তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটির পথসভায় যোগ দিয়ে এমন মন্তব্য করলেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল ।
"আমরা অসৎ হলেও হতে পারি, বাংলার মুখ্যমন্ত্রী সৎ"
বুধবার বিকেলে বাংলার ন্যায্য পাওনা টাকার দাবিতে কুমারগঞ্জ ব্লকের তিন নম্বর জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের সর্দারহাটে তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটির পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয় ।
বুধবার বিকেলে বাংলার ন্যায্য পাওনা টাকার দাবিতে কুমারগঞ্জ ব্লকের তিন নম্বর জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের সর্দারহাটে তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটির পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয় । পথসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় তৃণমূল নেতৃত্ব । পথসভার পর কাঁধে লাঙল নিয়ে মাঠে প্রতিবাদ মিছিল করে তৃণমূল নেতৃত্ব । শুধুমাত্র জাখিরপুরে নয়, বাংলার ন্যায্য পাওনার দাবিতে সারা রাজ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ।
ওই পথসভার অনুষ্ঠান থেকে কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল আরও বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গায়ে BJP- র পক্ষ থেকে মুসলিম তকমা লাগানো হয়েছিল । ঠিক সেইসময় নজিরবিহীনভাবে পুরোহিতের বাড়ি এবং ভাতার কথা ঘোষণা করেছেেন মুখ্যমন্ত্রী । আর এই ঘোষণাতেই BJP- র মুখ ভোঁতা করে দিয়েছেন তিনি । আমরা সকলেই মমতা বন্দোপাধ্যায়ের পাশে থাকব ।" পাশাপাশি তিনি আরও বলেন, "একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কৃষকদের নিয়ে ভাবেন । কেন্দ্র কৃষকদের নিয়ে কোনওরকম চিন্তাও করে না । মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য এক গুচ্ছ প্রকল্প এনেছেন যার উপকার পাচ্ছেন কৃষকরা ।"