বংশীহারী, 12 ডিসেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলায় এই বছর শিশু মিত্র পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে বংশীহারী ব্লকের কৃষ্ণবাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে । মাত্র তিন বছরের পুরোনো এই স্কুল ৷ কিন্তু এই অল্প সময়ের মধ্যেই রাজ্য সরকারের নজর কেড়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ৷ শিশু মিত্র পুরস্কার পাওয়ায় খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুল পড়ুয়া সহ অভিভাবক সকলেই । 2019 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানকে নির্মল বিদ্যালয় পুরস্কারও দেওয়া হয় ।
বংশীহারী ব্লকের মধ্যে একমাত্র এই স্কুলই একই বছরে দু'টি পুরস্কার পেয়েছে ৷ বছরের শুরুতেই এই স্কুলকে বেছে নেওয়া হয় নির্মল বিদ্যালয় হিসাবে ৷ আগামীকাল কলকাতার রবীন্দ্র সদনে এই কৃষ্ণবাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে শিশু মিত্র পুরস্কার দেওয়া হবে । পঠনপাঠন থেকে শুরু করে পড়ুয়াদের ক্লাসরুম সহ স্কুলের সৌন্দর্যায়ন, সব দিকেই সমান নজর দেওয়া হয় এই স্কুলে ৷ স্কুলে ফুলের বাগানও করেছেন টিচার ইনচার্জ জয়ন্ত দাস । শিশুদের আঁকার মাধ্যমে পড়াশোনা শেখানো হয় এখানে ।