পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের

গঙ্গারামপুরে শিক্ষিকাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় রায় দিল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচাপতি বি এন রাধাকৃষ্ণাণ বলেন, ‘‘ প্রত্যেক ব্যক্তির নিজের সম্পত্তি রক্ষার অধিকার রয়েছে, সরকার যদি কারও জমি অধিগ্রহণ করতে চায় তা নির্দিষ্ট আইন মোতাবেক করতে হবে ৷’’

Kolkata Highcourt
কলকাতা হাইকোর্ট

By

Published : Feb 29, 2020, 9:47 AM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি: জমি অধিগ্রহণের প্রতিবাদ করায় হাতে দড়ি বেঁধে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা স্মৃতিকণা দাসকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ 3 ফেব্রুয়ারি আদালতে মামলাটি পেশ করা হয় ৷ আদালত থেকে জেলা লিগাল সার্ভিস অথরিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দেয় ৷ সেই রিপোর্টের ভিত্তিতে প্রধান বিচারপতি বি এন রাধাকৃষ্ণাণ নির্দেশ দেন কাল ৷ বলেন, ‘‘প্রত্যেক ব্যক্তির নিজের সম্পত্তি রক্ষার অধিকার রয়েছে, সরকার যদি কারও জমি অধিগ্রহণ করতে চায় তা নির্দিষ্ট আইন মোতাবেক করতে হবে ৷’’

31 জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে জোর করে জমি অধিগ্রহণের প্রতিবাদ করেছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা স্মৃতিকণা দাস ৷ সেই অপরাধে তাঁকে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে একদল দুষ্কৃতী টেনেহিঁচড়ে রাস্তা দিয়ে নিয়ে যায় ও মারধর করে ৷ অত্যাচারের এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ জেলা প্রধান অর্পিতা ঘোষের নির্দেশে পঞ্চায়েত উপপ্রধান অমল সরকারকে বরখাস্ত করা হয় । আক্রান্ত শিক্ষিকা স্মৃতিকণা দাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকারের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেন ।

গত 3 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানান । পাশাপাশি তিনি আরও বলেন যে, জোর করে কারোর জমি অধিগ্রহণ করা যায় না । প্রধান বিচারপতি বি এন রাধাকৃষ্ণাণ তার বক্তব্য শোনার পর জেলা লিগাল সার্ভিস অথরিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিলেন । সম্প্রতি লিগাল সার্ভিস অথরিটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট পেশ করে । সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতি এই নির্দেশ দেন । পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার এসডিপিও ও গঙ্গারামপুর থানার আইসিকে অবিলম্বে ওই মহিলার ও তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details