পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুর প্রশাসনের কাজ নিয়ে ক্ষুব্ধ মমতা, বেঁধে দিলেন সময়সীমা - mamata in dakshin dinajpur

গঙ্গারামপুর স্টেডিয়ামে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানে ছিলেন জেলাশাসক, বিভিন্ন দপ্তরের সচিব সহ জেলার জনপ্রতিনিধিরা ৷ বৈঠকে 100 দিনের কাজের প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷

জেলায় বেহাল কন্যাশ্রী; ক্ষুব্ধ মমতা

By

Published : Nov 19, 2019, 9:37 PM IST

গঙ্গারামপুর, 19 নভেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার রিভিউ মিটিংয়ে এসে আজ জেলার প্রশাসনিক কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেলায় থমকে আছে 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্প ৷ সমস্যা মেটাতে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন তিনি ৷

গঙ্গারামপুর স্টেডিয়ামে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানে ছিলেন জেলাশাসক, বিভিন্ন দপ্তরের সচিব সহ জেলার জনপ্রতিনিধিরা ৷ বৈঠকে 100 দিনের কাজের প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন জেলা পরিষদের সভাধিপতিকে ৷ জেলা পরিষদের সভাধিপতি সহ আরও পাঁচ সদস্যের কাজে অসন্তোষ প্রকাশ করেন জেলাশাসকও ৷ এরপরই সমস্যা মেটাতে 7 দিনের সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী ৷

শুধুমাত্র 100 দিনের কাজের প্রকল্পই নয়, জেলা প্রশাসনের অন্যান্য কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ স্বাস্থ্য সাথি, কন্যাশ্রী, বৈতরণি প্রকল্প রূপায়ণে পিছিয়ে রয়েছে জেলা । মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক কাজকর্ম নিয়ে প্রশ্ন করেন সংশ্লিষ্ট আধিকারিকদের ৷ প্রশাসনের কাজের প্রতিটি স্তরে গতি আনার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন তিনি ৷ প্রতি মাসে রিপোর্টও জমা দিতে বলেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি রাজ্য সরকারের নতুন প্রকল্পগুলি নিয়ে আধিকারিকদের যথাযথ প্রশিক্ষণেরও নির্দেশ দেন তিনি ৷

এছাড়া বৈঠক শুরুর আগে কাশ্মীর থেকে ফিরে আসা জেলার 112 জন শ্রমিকের হাতে 50 হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী । আশ্বস্ত করেন NRC নিয়েও ৷ সাফ জানিয়ে দেন, "NRC বা নাগরিকত্ব সংশোধনী বিল এখানে (পশ্চিমবঙ্গ) হবে না ৷ যারা বাংলায় থাকেন, সকলেই বাংলার নাগরিক ৷ এখানে কোনও রকম NRC হবে না।"

ABOUT THE AUTHOR

...view details