পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভেটিভার ঘাসের চারা রোপণ করে পরিবেশ দিবস পালিত বংশীহারিতে - বংশীহারী ব্লক নদী ও পরিবেশ সুরক্ষা সমিতির

এদিন পুরসভার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয় । টাঙ্গন নদীর ধারে বংশীহারী ব্লক নদী ও পরিবেশ সুরক্ষা সমিতির তরফে পরিবেশ দিবস অনুষ্ঠিত হয় । সমিতির তরফে শতাধিক নতুন প্রজাতির ভেটিভার ঘাসের চারা লাগানো হয় ।

ভেটিভার ঘাসের চারা রোপণ করে পরিবেশ দিবস পালিত বংশীহারিতে
ভেটিভার ঘাসের চারা রোপণ করে পরিবেশ দিবস পালিত বংশীহারিতে

By

Published : Jun 5, 2021, 8:05 PM IST

Updated : Jun 5, 2021, 8:38 PM IST

বংশীহারি, 5 জুন : টাঙ্গন নদীর ধারে ভেটিভার ভি 7 লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করল বংশীহারিব্লক নদী ও পরিবেশ সুরক্ষা সমিতি । আজ বিশ্ব পরিবেশ দিবস । বংশীহারি টাঙ্গন নদীর পাড় দীর্ঘদিন ধরে ভাঙ্গনের কবলে । টাঙ্গন নদীর পশ্চিম পার্শ্বে রয়েছে স্টেডিয়াম মাঠ । ধীরে ধীরে নদী ভাঙ্গন গ্রাস করছে স্টেডিয়ামকে । বংশীহারি নদী ও পরিবেশ সুরক্ষা সমিতির উদ্যোগে শনিবার বিশ্ব পরিবেশ দিবস এ শতাধিক নতুন প্রজাতির ভেটিভার ভি7 ( খসখসে ঘাস)-এর চারা লাগানো হল ।

নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে । এদিন পুরসভার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয় । টাঙ্গন নদীর ধারে বংশীহারি ব্লক নদী ও পরিবেশ সুরক্ষা সমিতির তরফে পরিবেশ দিবস অনুষ্ঠিত হয় । সমিতির তরফে শতাধিক নতুন প্রজাতির ভেটিভার ঘাসের চারা লাগানো হয় ।

এই ঘাস 15 ফুট মাটির গভীরে গিয়ে অনেকটা জায়গা নিয়ে শিকড় ছড়াবে এবং মাটিকে আঁকড়ে ধরবে ৷ নদী ভাঙ্গন রোধে বোল্ডার ও জালি ব্যবহার প্রচুর ব্যয়সাধ্য বলে সব জায়গায় নদীর ভাঙ্গন রোধ করা যেত না । দশ ভাগের এক ভাগ খরচায় ভেটিভার ভি7 লাগানো যায় । নদী ভাঙ্গনে এই ধরনের গাছ লাগালে পরিবেশের ভারসাম্য বজায় রেখে স্থায়ীভাবে ভাঙ্গন রোধ করা সম্ভব ৷

বিশ্ব পরিবেশ দিবস পালিত হল দক্ষিণ দিনাজপুরে

এই সংস্থার কনভেনার কমলকুমার দাস বলেন, "শনিবার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস । সেই উপলক্ষে বংশীহারি নদী ও পরিবেশ সুরক্ষা সমিতির উদ্যোগে শতাধিক নতুন প্রজাতির ভেটিভার ভি 7 ( খসখসে ঘাস) এর চারা লাগানো হলো । এই ঘাস 15 ফুট মাটির গভীরে গিয়ে অনেকটা জায়গা নিয়ে শিকড় ছড়াবে এবং মাটিকে আঁকড়ে ধরবে । আগামীতে পুরসভার সহযোগিতা চাই এই ভাঙ্গন রোধ করতে ।"

আরও পড়ুন :বালুরঘাটে দুষ্কৃতীর ধারালো অস্ত্রে জখম এক পুলিশ অফিসার

সংস্থার কর্ণধার ডক্টর অমর পাল জানিয়েছেন, "স্টেডিয়ামের পাশে নদীর ধারে কদম, আম, সেগুন গাছ লাগানো হবে । প্রতিদিন সকাল-বিকাল জল দেওয়া হবে । রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা চলছে । নমুনা হিসেবে আমরা কয়েকশো চারা আজ লাগালাম । সাফল্য পেলে পরবর্তীতে আমরা বড় আকারে নদী ভাঙ্গনে এ ধরনের ঘাস রোপণ করব ।"

Last Updated : Jun 5, 2021, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details