পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 17, 2022, 10:59 PM IST

ETV Bharat / state

INTTUC Postpon Movement At Balurghat: দোল উৎসবের কারণে আন্দোলন স্থগিত করল আইএনটিটিইউসি

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ধর্নায় বসেছিল দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসি (INTTUC Postpond Movement At Balurghat)। দোলের জন্য বৃহস্পতিবার রাতে সেই আন্দোলন প্রত্যাহার করে নিল আইএনটিটিইউসি নেতৃত্ব ৷

INTTUC Postpond Movement At Balurghat
দোল উৎসবের কারণে আন্দোলন স্থগিত করল আইএনটিটিইউসি

বালুরঘাট, 17 মার্চ: প্রভিডেন্ট ফান্ড সংস্থার কেন্দ্রীয় 'অছি পরিষদ' সুদের হার কম করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় মঙ্গলবার থেকে প্রতিবাদ ধর্নায় বসেছিল আইএনটিটিইউসি (INTTUC Postpond Movement At Balurghat)। বালুরঘাট বাসস্ট্যান্ডের ট্রাফিক মোড় এলাকায় তিনদিন টানা ধর্নার পর বৃহস্পতিবার রাতের পর তা স্থগিত করার কথা জানায় আইএনটিটিইউসি-র কর্মী-সমর্থকরা।

শুক্রবার সকাল থেকেই সারা রাজ্যে শুরু হচ্ছে দোল উৎসব ৷ উৎসবের মরসুম সেই কারণে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ধর্না স্থগিত রাখছে আইএনটিটিইউসি। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল 8.5 অথচ দীর্ঘ 44 বছর পর সেই রেকর্ড ভেঙে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার করা হয়েছে 8.1 শতাংশ। প্রভিডেন্ট ফান্ডের কেন্দ্রীয় 'অছি পরিষদ' 0.4% সুদ হ্রাস করায় প্রতিবাদে ধর্নায় বসেছিল আইএনটিটিইউসি। তবে সারা রাজ্যে দোল উৎসবের কারণে স্থগিত করা হল এই আন্দোলন।

আরও পড়ুন: দোল উৎসব পালন হল বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠে

তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি উজ্জল বসাক বলেন, "কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে । উৎসবের কারণে দু'দিন আন্দোলন বন্ধ থাকলেও আগামী দিনে শ্রমিকদের স্বার্থে এই আন্দোলন চলবে।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details