পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে আক্রান্ত পুলিশকর্মীর মৃত্যু, আটক 1

আজ দুপুরে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই পুলিশকর্মী । পরিবারের অভিযোগ, গতকাল সন্ধেবেলায় কালাইবাড়ি এলাকায় কয়েকজন সুবোধবাবুকে মারধর করে রাস্তায় ফেলে রাখে ।

beating a policeman to death
বালুরঘাটের খবর

By

Published : Sep 7, 2020, 7:27 PM IST

Updated : Sep 7, 2020, 10:56 PM IST

বালুরঘাট, 7 সেপ্টেম্বর : মৃত্যু হল মারধরে আহত প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তীর নিরাপত্তারক্ষীর । মৃত ওই পুলিশকর্মীর নাম সুবোধ বর্মণ(43) । বাড়ি বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় । গতকাল সন্ধেবেলায় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি স্কুল সংলগ্ন পুকুর পাড়ে গুরুতর জখম অবস্থায় সুবোধ বর্মণকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা । এরপর তাঁকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি করে স্থানীয়রা ।

জানা গেছে, সুবোধ বর্মণ পেশায় পুলিশকর্মী(হোমগার্ড)। তিনি প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তীর বাড়িতে কর্মরত ছিলেন । গতকাল সকালে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কাজে যোগ দিতে এসেছিলেন । দুপুর দুটোর পর তিনি বেরিয়েও যান । যদিও কাজ থেকে তিনি আর বাড়ি ফেরেননি । এদিকে গতকাল সন্ধ্যা বেলায় সুবোধবাবুর পরিবারের কাছে খবর আসে তিনি জখম অবস্থায় পড়ে রয়েছেন কালাইবাড়িতে । খবর পেয়ে ঘটনাস্থানে যান তাঁরা । যদিও ততক্ষণে সুবোধবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা । গতকাল থেকেই সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন । অবশেষে আজ দুপুরে বালুঘাট বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই পুলিশ কর্মী । এদিকে মৃতের পরিবারের অভিযোগ সুবোধবাবুকে খুন করা হয়েছে । স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সুবোধবাবু মাঝে মধ্যেই মদ্যপানের জন্য কালাইবাড়ি এলাকায় যেতেন । গতকালও কাজ শেষে মদ্যপানের জন্য ওই এলাকায় গিয়েছিলেন । গতকাল তিনি বেতনের টাকা নিয়ে বেরিয়েছিলেন । সদ্য মেয়ের বিয়ে দেওয়া পুরোহিতকে বকেয়া টাকা দেওয়ার কথা ছিল । সেই সব নিয়েই রঞ্জিতের বাড়ির দিকে আসছিল । অভিযোগ, ওই মদের আসরে মদ বিক্রেতা রঞ্জিত টুডু ওরফে বালুর সঙ্গে ঝামেলা বাধে । সেই সময় ওই পুলিশকর্মীকে মারধর করার অভিযোগ ওঠে মদ বিক্রেতা রঞ্জিত টুডুর বিরুদ্ধে । আজ দুপুরে ঘটনাস্থানে গেলে গা ঢাকা দিয়েছিল রঞ্জিত ও তাঁর পরিবার । যদিও পরে গোপন সূত্রে খবর পেয়ে তাকে ডাঙ্গি থেকে গ্রেপ্তার করে ।

এবিষয়ে মৃত পুলিশকর্মীর মেয়ে জয়া বর্মণ জানান, তাঁর বাবা প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তীর বাড়িতে কর্মরত ছিলেন । রোজকার মতো গতকাল সকালে কাজে এসেছিলেন । দু'টোর সময় কাজ শেষ হয়ে যায় । এরপর কাছ থেকে বেরোলেও তিনি আর বাড়ি ফেরেননি । পরে সন্ধ্যায় জানতে পারেন কালাইবাড়ি এলাকায় জখম অবস্থায় পড়ে আছেন তার বাবা । গায়ে ক্ষত চিহ্ন থাকায় তাদের অনুমান কেউ বা কারা মারধর করেছে । তবে কে মারধর করেছে আর কেনই বা তা তাঁদের জানা নেই । আজ বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয় । এই ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।

বালুরঘাটে আক্রান্ত পুলিশকর্মীর মৃত্যু

এদিকে বিষয়টি জানতে পেরে আজ দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি এলাকায় যান পুলিশ সুপার দেবর্ষি দত্ত, DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র সহ অন্য পুলিশ আধিকারিকরা । পরে ঘটনায় মূল অভিযুক্ত রঞ্জিত টুডুকে আটক করে পুলিশ । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

Last Updated : Sep 7, 2020, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details