পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে CAA-র সমর্থনে মিছিল BJP-র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - আজ বালুরঘাটের খবর

আজ তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বালুরঘাটের পথে নামল BJP ৷ মঙ্গলপুরের BJP কার্যালয় থেকে CAA-র সমর্থনে মিছিল শুরু হয় ৷ হিলির মোড় পৌছাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় ৷ বালুরঘাট থানার মোড় পর্যন্ত মিছিল করার কথা ছিল ৷ কিন্তু তার আগেই আটকে দেয় পুলিশ ৷

BJP procession in Balurghat
CAA-র সমর্থনে মিছিল BJP-র

By

Published : Dec 20, 2019, 11:53 PM IST

বালুরঘাট, 20 ডিসেম্বর : CAA এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র প্রতিবাদে টানা 3 দিন ধরে বিক্ষোভ চলছিল দক্ষিণ দিনাজপুরে ৷ আজ তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বালুরঘাটের পথে নামল BJP ৷ মঙ্গলপুরের BJP কার্যালয় থেকে CAA-র সমর্থনে মিছিল শুরু হয় ৷ হিলির মোড় পৌছাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় ৷ বালুরঘাট থানার মোড় পর্যন্ত মিছিল করার কথা ছিল ৷ কিন্তু তার আগেই আটকে দেয় পুলিশ ৷

BJP কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে থাকে ৷ তখন পুলিশের সঙ্গে BJP সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয় ৷ এর প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তায় অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ মিছিলে উপস্থিত ছিলেন BJP সাংসদ সুকান্ত মজুমদার, নেতা শুভেন্দু সরকার, বাপি সরকার, নিরঞ্জন রায় সহ অন্যান্যরা ৷ রাস্তাতেই টোটোতে মাইক লাগিয়ে মুখ্যমন্ত্রী এবং বালুরঘাটের প্রাক্তন বিধায়ক শংকর চক্রবর্তীকে কটাক্ষ করলেন সাংসদ সুকান্ত মজুমদার ৷

CAA-র সমর্থনে মিছিল BJP-র

খুব সম্প্রতি প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তী 'দিদিকে বলো' জনসংযোগের সময় জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এদেশে এসেছে তারা নিজেদের অত্যাচারিত প্রমাণ করলেই ভারতের নাগরিকত্ব পাবে ৷ একথার কড়া বিরোধিতা করলেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "বাংলাদেশি এবং অত্যাচারিত প্রমাণ করতে পারলেই নাগরিকত্ব পাবে তা নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ কোথাও এমন লেখা নেই ৷ কেবলমাত্র অত্যাচারিত বললেই নাগরিকত্ব দেওয়া হবে ৷ প্রমাণের প্রয়োজন নেই ৷"

CAA-র সমর্থনে মিছিল BJP-র

নাগরিকত্ব প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা তুলে ধরেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ এছাড়াও আজ হিলির মোড়ের অবস্থান বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তীব্র নিন্দা করেছেন ৷ তিনি বলেন, "বাংলাদেশের লাথি খেয়ে মমতা ব্যানার্জী এবং জ্যোতি বসু এপারে এসেছিলেন ৷ "

CAA-র সমর্থনে মিছিল BJP-র

BJP-র মিছিলকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট থানার পুলিশ মোতায়েন ছিল ৷ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গঠন করে হিলির মোড়ে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল ৷ বিক্ষোভ রুখতে আজ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার দেবাশিস নন্দী, DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র, বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details