তপন ও কুশমণ্ডিতে তৃণমূলে যোগ 160টি পরিবারের
এবার দক্ষিণ দিনাজপুরের তপন ও কুশমণ্ডি ব্লকের প্রায় 160টি পরিবার বাম, BJP ছেড়ে যোগ দিল তৃণমূলে । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ ।
তপন, 20 জুন: কোরোনা সংক্রমণের মাঝে দলবদলের হিড়িক দক্ষিণ দিনাজপুরে । এবার তপন ও কুশমণ্ডি ব্লকের প্রায় 160টি পরিবার বাম, BJP ছেড়ে যোগ দিল তৃণমূলে । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ ।
গতকাল দুপুরে তপন ব্লকের দ্বীপখণ্ডা ও চণ্ডীপুর এবং রাতে মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 150টি পরিবারের সদস্যরা তৃণমূলে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অর্পিতা ঘোষ ও তপন বিধানসভার বিধায়ক বাচ্চু হাঁসদা । এদিকে কুশমণ্ডিতে 10টি পরিবার যোগ দেয় তৃণমূলে । সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী সুনন্দা বিশ্বাস।
এই বিষয়ে বাচ্চু হাঁসদা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে অনেকে । শুধু তপনেই সব মিলিয়ে 150টি পরিবার বাম, BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে । এই বিষয়ে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “এই সব লোক দেখানো কাজ হচ্ছে । আমাদের জেলা থেকে কোনও BJP কর্মী তৃণমূলে যাচ্ছে না বরং তৃণমূল ছেড়ে BJP-তে আসছে প্রতিদিন।"