পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে অসহায় মানুষের মধ্যে রেশন পৌঁছে দিচ্ছে অসরকারি সংগঠন - অসহায় মানুষের মধ্যে রেশন পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন

বালুরঘাটে লকডাউনে অসহায় মানুষের মধ্যে রেশন পৌঁছে দিচ্ছে অসরকারি সংগঠন থেকে সাধারণ মানুষ। বালুরঘাট ব্লকের মালঞ্চার দীপ এলাকায় মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন তারা। শনিবার অভুক্ত অবস্থায় রয়েছে এমন দশটি পরিবারকে চাল, ডাল, আলু ও সোয়াবিন তুলে দিলেন মালঞ্চার দুই যুবক।

voluntary organization
স্বেচ্ছাসেবী সংগঠন

By

Published : Mar 28, 2020, 9:58 PM IST

বালুরঘাট, ২৮ মার্চ: লকডাউনের মধ্যে অসহায় অবস্থায় থাকা মনুষের পাশে দাঁড়াচ্ছেন অসরকারি সংগঠন থেকে সাধারণ মানুষ। কোরোনা মোকাবিলায় সব রকম ভাবে সহযোগিতা করছে জেলা প্রশাসন।তবুও লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন গরিব মানুষেরা । মূলত দিন আনি দিন খাই এমন পরিবাররা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। লকডাউনের জন্য কাজও নেই। এই অবস্থায় বিভিন্ন গ্রামে গঞ্জে গরিব পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে বিভিন্ন অসরকারি সংগঠন ও হৃদয়বান ব্যক্তিরা।

লক ডাউনের মধ্যে অসহায় অবস্থায় থাকা মানুষের পাশে দাঁড়াচ্ছেন অসরকারি সংগঠন থেকে সাধারণ মানুষ। বালুরঘাট ব্লকের মালঞ্চার দীপ এলাকায় মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর বা শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত। লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন তারা। শনিবার অভুক্ত অবস্থায় রয়েছে এমন দশটি পরিবারকে চাল, ডাল, আলু ও সোয়াবিন তুলে দিলেন মালঞ্চার দুই যুবক।

অন্যদিকে বালুরঘাট ব্লকের পতিরাম এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন পতিরাম নাগরিক ও যুব সমাজের পক্ষ থেকে বিগত কয়েকদিন ধরে গ্রামেগঞ্জে হাট-বাজারে সাধারণ মানুষদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিলি করা হচ্ছে। পাশাপাশি গরিবদের মধ্যে রেশন ও অভুক্ত ভবঘুরেদের মুখে খাবার তুলে দিচ্ছেন তাঁরা। শুধুমাত্র সাধারণ মানুষ নয় স্বাস্থ্যকর্মীর, গ্যাসের দোকানে যেসব কর্মী রয়েছেন, এককথায় জরুরি পরিষেবায় সংযুক্ত রয়েছেন এমন মানুষদের মধ্যেও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। কোরোনা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন ৷


এবিষয়ে মালঞ্চার যুবক দুলাল বর্মণ জানান, লকডাউনের জন্য কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষরা ব্যাপক ভাবে সমস্যায় পড়েছেন। মালঞ্চা দ্বীপ এলাকায় বেশকিছু আদিবাসী পরিবার অভুক্ত অবস্থায় রয়েছে এমন খবর পেয়ে আজ তিনি ও তাঁর এক বন্ধু মিলে মোট দশটি পরিবারের হাতে চাল, ডাল, সয়াবিন ও আলু তুলে দেন। মানুষের পাশে থাকতে এমন উদ্যোগ তাদের। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে তাঁরা একজন বা দু'জনই গিয়ে এই সহযোগিতা করচ্ছেন।

ABOUT THE AUTHOR

...view details