পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যুর ঘটনায় ধৃতের বাড়ি থেকে উদ্ধার অস্ত্র - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

দক্ষিণ দিনাজপুরের সুকদেবপুরে উদ্ধার অত্য়াধুনিক আগ্নেয়াস্ত্র৷ মিলেছে নয় রাউন্ড কার্তুজও৷ গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় ধৃতদের জেরা করেই অস্ত্র ও কার্তুজের খোঁজ মেলে৷

wb_sdin_03_arrest and arms recovery_WBC10013
ধৃত তৃণমূলকর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

By

Published : Jan 25, 2021, 10:14 PM IST

বালুরঘাট, ২৫ জানুয়ারি: গঙ্গারামপুরের সুকদেবপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘটনায় ধৃতদের জেরা করে উদ্ধার হল একটি ইম্প্রোভাইজড কারবাইন। সুকদেবপুরের নারায়ণপুর এলাকা থেকে ধৃত অলক দাসের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে অত্য়াধুনিক এই আগ্নেয়াস্ত্রটি৷ একইসঙ্গে উদ্ধার হয়েছে নয় রাউন্ড কার্তুজ৷ অলকের বাড়িতে তল্লাশি চালিয়ে জিনিসগুলি পায় গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি, সুকদেবপুরেরই অপর একটি জায়গা থেকে একটি কার্তুজ-সহ একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ননীগোপাল রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত 19 জানুয়ারি সকালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হয় দু’জনের। তৃণমূলকর্মী সঞ্জিত সরকার গুলিবিদ্ধ হয়ে মারা যান। সংঘর্ষের কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তৃণমূলের গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীপদ সরকার। ওইদিনই গঙ্গারামপুর থানার পুলিশ এলাকা থেকে চার রাউন্ড কার্তুজ-সহ একটি অটোমেটিক পিস্তল উদ্ধার করে। ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করার পর দু’জনকে নিজেদের হেপাজতে নেয় গঙ্গারামপুর থানার পুলিশ।

সোমবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি দত্ত সাংবাদিক বৈঠকে জানান, পুলিশ হেপাজতে থাকা অলক দাসকে জেরা করে গঙ্গারামপুর থানার পুলিশ 9 রাউন্ড গুলি-সহ একটি কারবাইন উদ্ধার করেছে।

আরও পড়ুন:গাড়ির গোপন চেম্বারে লোকানো ছিল, প্রায় 40 কেজি গাঁজা বাজেয়াপ্ত এসটিএফ-এর

বিধানসভা নির্বাচনের আগে জেলায় বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ABOUT THE AUTHOR

...view details