বালুরঘাট, 20 জুলাই : রেস্তরাঁর আড়ালে দেহ-ব্যবসা চলছিল বলে অভিযোগ । খবর পেয়ে রেস্তরাঁর মালিক ও তার স্ত্রীসহ 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ । বালুরঘাট পুলিশ লাইনের ঠিক উলটো দিকে এবং মহকুমাশাসকের বাংলোসহ সেচ বিভাগ সংলগ্ন এলাকার ঘটনা । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের গতকাল বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক রেস্তরাঁর মালিক ও তার স্ত্রীকে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । বাকি তিনজন জামিনে মুক্ত ।
বালুরঘাটে রেস্তরাঁর আড়ালে দেহ-ব্যবসার অভিযোগ, মালিকসহ গ্রেপ্তার 5 - বালুরঘাটে মধুচক্র
রেস্তরাঁর আড়ালে চলছিল দেহ-ব্যবসা । হানা দিয়ে মালিক সহ 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ ।
Sex racket at balurghat
অভিযোগ, লকডাউনের মাঝেই বালুরঘাট শহরের পুলিশ লাইনের সামনে একটি রেস্তরাঁর আড়ালে দেহব্যবসা চলছিল। বাইরে থেকে সেখানে অনেক পুরুষ ও মহিলার যাতায়াত ছিল৷ খবর পেয়ে শুক্রবার রাতে হঠাৎ সেখানে অভিযান চালায় পুলিশ । আপত্তিকর অবস্থায় এক মহিলা ও দুই পুরুষকে গ্রেপ্তার করা হয় । বাকি কয়েকজন সেখান থেকে পালিয়ে যায় ।
ঘটনায় রেস্তরাঁর মালিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রেস্তরাঁ থেকে মদের বোতলসহ যৌন সামগ্রী উদ্ধার হয়েছে। আপাতত রেস্তরাঁটি সিল করে দেওয়া হয়েছে ।