বালুরঘাট, ২৪ ডিসেম্বর : BJP-র পাতা ফাঁদে পা দেবেন না। নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019-এর প্রতিবাদে বালুরঘাটে পথসভায় বললেন বালুঘাটের তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ । তিনি আরও বলেন, "CAA-র জন্য আবেদন করেছেন কী আপনি পাঁচ বছরের জন্য বিদেশি হয়েছেন। ওই পাঁচ বছর আপনি কোন দেশের নাগরিক হতে পারবেন না। পাঁচ বছর পর আপনাকে নাগরিকত্ব দেবে।"
মঙ্গলবার NRC ও CAA-র প্রতিবাদে বালুরঘাটে মিছিল করে তৃণমূল । মিছিল শেষে পথসভা থেকে BJP-কে আক্রমণ করেন অর্পিতা ঘোষ। মিছিলে অর্পিতা ঘোষ ছাড়াও হাজির ছিলেন তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা, বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। তবে মিছিলে অনুপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক রাজিব ব্যানার্জি । জেলা পর্যবেক্ষককে ছাড়ায় এদিন মহা মিছিল করে জেলা তৃণমূল। বেলা তিনটে নাগাদ বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়। শহর পরিক্রমা করে বালুরঘাট হিলি মোড়ে পৌঁছে শেষ হয় মিছিলটি। মিছিলে পা মেলান হাজার হাজার কর্মী-সমর্থকরা । মিছিল শেষে বালুরঘাট হিলি মোড়ে একটি পথসভাও করা হয় তৃণমূলের তরফে ।