পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Extra Marital Affair: সালিশি সভা ডেকে প্রেমিকের সঙ্গে স্ত্রী'র বিয়ে দিলেন স্বামী - balurghat news

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিত্য় অশান্তি লেগেই থাকত স্ত্রীর সঙ্গে ৷ এর মধ্যেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী ৷ তারপরই সালিশি সভা ডেকে সেখানেই তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেন স্বামী(Extra Marital Affair)৷

Etv Bharat
সালিশি সভা ডেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

By

Published : Dec 12, 2022, 7:36 PM IST

বালুরঘাট, 12 ডিসেম্বর: বিয়ের পরে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী ৷ যার জেরে নিত্যদিনই ফোন করা নিয়ে ঝগড়া হত দু'জনের মধ্যে ৷ কোথাও যেতে মানা করলে, কাজের সময় ফোনে কথা বলা নিয়ে কিছু বললেও রাগ হত স্ত্রী'র ৷ ফলে প্রায়ই এই নিয়ে অশান্তি লেগে থাকত দু'জনের মধ্যে ৷ এরমধ্যে একদিন হঠাৎ এক যুবকের সঙ্গে পালিয়ে যায় স্ত্রী ৷ তারপরই সোমবার সালিশি সভা ডেকে প্রেমিকের সঙ্গে স্ত্রী'র বিয়ে দিলেন স্বামী (Husband Arranges Remarriage of Wife with her Lover in Balurghat) ৷ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এই ঘটনায় এদিন লিখিতভাবে স্ত্রী'কে তার প্রেমিকের হাতে তুলে দেন স্বামী।

বালুরঘাটের বাসিন্দা সুকান্ত (নাম পরিবর্তিত) ৷ বিয়ের পর তাঁর স্ত্রী প্রীতির সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে পাশের গ্রামের বাসিন্দা দীপকের সঙ্গে । স্ত্রীর কথাবার্তায় অসঙ্গতি এবং অকারণ ফোন করা নিয়ে অশান্তি থেকেই ঘটনার আঁচ করেছিলেন সুকান্ত । সম্প্রতি দীপকের সঙ্গে তার গ্রামের বাড়িতে পালিয়ে আসেন প্রীতি।

আরও পড়ুন:বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ

এরপরই সোমবার পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে গ্রামে সালিশি সভা বসে। সেখানে সকলের সামনে সুকান্তর স্ত্রী প্রীতি প্রেমিক দীপকের সঙ্গে সংসার করতে চায় বলে জানায়। যদিও এই মুহূর্তে সুকান্তকে ডিভোর্স দিতে রাজি হননি প্রীতি ৷ কিন্তু সকলের সামনেই প্রীতি জানান ডিভোর্স না-দিলেও স্বামীর সঙ্গে সংসার করবেন না তিনি ৷ অন্যদিকে, দীপককে জানতে চাওয়া হলে তিনিও জানান প্রীতিকে বিয়ে করার কথা ৷ এরপরেই সালিশি সভায় দীপকের সঙ্গে লিখিতভাবে স্ত্রী'র বিয়ে দেন সুকান্ত ।

সালিশি সভার অন্যান্যদের বক্তব্য

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, মহিলা প্রেমিকের সঙ্গে ঘর করতে চাইছেন । প্রেমিকও রাজি । আবার স্বামী ওই মহিলার সঙ্গে ঘর করবেন না বলে আমাদের জানিয়েছেন । সুতরাং, প্রেমিক যুগলের বিয়ের কোনও সমস্যা নেই । তবে সরকারিভাবে এখনই ডিভোর্স দিতে চাইছেন না মহিলা । আমরা সামাজিকভাবেই বিয়ে দিচ্ছি ।

আরও পড়ুন:ভাইয়ের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক ! শান্তিপুরে দু'জনের বিয়ে দিলেন স্বামী

ABOUT THE AUTHOR

...view details