পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে সপ্তাহে পাঁচদিন চলবে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস

আজ থেকে সপ্তাহে দু'দিনের বদলে পাঁচদিন চলাচল করবে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস ।

Howrah-Balurghat express train will be run 5days in a week instead of 2days
সপ্তাহে দু'দিনের বদলে পাঁচদিন চলাচল করবে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ট্রেন

By

Published : Feb 13, 2020, 6:48 AM IST

Updated : Feb 13, 2020, 7:30 AM IST

বালুরঘাট, 13ফেব্রুয়ারি : অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হল । আজ থেকে সপ্তাহে দু'দিনের বদলে পাঁচদিন চলাচল করবে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস ট্রেন । এনিয়ে গতকাল বালুরঘাট রেল স্টেশন পরিদর্শন করে যান DRM ৷ আজ বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এর পরিষেবার সূচনা করবেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ।

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির আবহ বালুরঘাটে । এই ট্রেনটি সোম এবং মঙ্গলবার সপ্তাহে দু'দিন রাত সাড়ে আটটায় বালুরঘাট থেকে হাওড়ার উদ্দেশে ছাড়ে । সাধারণ মানুষ থেকে শুরু করে জেলার অধিকাংশ ব্যবসায়ী এই ট্রেনে যাতায়াত করেন । তাই এই ট্রেনটি প্রতিদিন চালানোর দাবি তুলেছিল জেলাবাসী । এদিকে বালুরঘাট আসন থেকে সাংসদ সুকান্ত মজুমদার নির্বাচিত হতেই মানুষের মধ্যে আশা জাগে । জেলার বেহাল ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নতির ঘটানোর পাশাপাশি বালুরঘাট স্টেশনের আধুনিকীকরণ, বালুরঘাট-হাওড়া ট্রেনটিকে রোজ চালানোর দাবি জানিয়ে সাংসদকে উদ্যোগী হতে আবেদন করেন সকলে । জেলার রেল উন্নয়ন কমিটিগুলোও এনিয়ে বারবার দাবি তুলেছিল । অবশেষে বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার দিল্লি গিয়ে রেলমন্ত্রীর কাছে দরবার শুরু করেন । সংসদেও ওই বিষয় নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বলে জানা গেছে । এরপরই ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন চালুর জন্য, উত্তরপূর্ব সীমান্ত রেলের মালিগাঁও স্টেশনে রেক আসে গত মাসে । অবশেষে আজ থেকে রেলের নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে । সময়সূচি একই রেখে সপ্তাহে সোম থেকে শুক্র পাঁচদিন চলবে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস ।

গতকাল এই স্টেশন পরিদর্শনে কাটিহার ডিভিশনের DRM রবীন্দ্র কুমার বর্মা ছাড়াও ছিলেন সিনিয়র DCM, ACM সহ অন্য রেল কর্তারা । তারা বালুরঘাট স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে লাইন ও অন্যান্য পরিকাঠামোগুলি খতিয়ে দেখেন । DRM-এর পরিদর্শনের পরই বালুরঘাট স্টেশন পরিস্কার পরিচ্ছন্ন করা হয় । লাগানো হচ্ছে নতুন লাইট । এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, বালুরঘাট-হাওড়া ট্রেনটি সপ্তাহে পাঁচদিন চলবে। কলকাতা থেকে অনলাইনে বোতাম টিপে রেলমন্ত্রী পীযুষ গোয়েল এই পরিষেবার সূচনা করবেন ।

এবিষয়ে বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি বলেন, দীর্ঘদিন ধরে এনিয়ে আন্দোলন চলছিল । তিনি বিভিন্ন দপ্তরের বহু লেখালেখি করেছেন । জেলার রেল উন্নয়ন কমিটিগুলোও এনিয়ে আন্দোলন করেছে । ট্রেনটি পাঁচ দিন চালু হওয়ায় সুকান্তও তৎপর ছিল । এর ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে ।

Last Updated : Feb 13, 2020, 7:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details