পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাত্র ২০০ টাকার জন্য স্ত্রীকে খুন, তপনে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী - মাত্র ২০০ টাকার জন্য স্ত্রীকে খুন

প্রায় বছর তিনেক আগে গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের পালশা এলাকার মুনমুন খাতুন বিবি ও তপন থানার হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম এলাকার পেশায় রাজমিস্ত্রী শাহিন মাহালতের মধ্যে বিয়ে হয়। তাঁরা প্রেম করেই বিয়ে করেন। তাঁদের একটি দু'বছরের কন্যা সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে।

house wife murder case at tapan, husband arrested
মাত্র ২০০ টাকার জন্য স্ত্রীকে খুন, তপনে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী

By

Published : Dec 27, 2020, 6:48 PM IST

তপন, 27 ডিসেম্বর : মাত্র 200 টাকার জন্য স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ পেতেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত গৃহবধূর নাম মুনমুন খাতুন বিবি (19)। শ্বশুরবাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম এলাকায়। গত শনিবার সকালে ঘটনাটি ঘটে চকবলিরামে। ঘটনাস্থলে গিয়ে তপন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মৃতের পরিবারের তরফে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর তিনেক আগে গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের পালশা এলাকার মুনমুন খাতুন বিবি ও তপন থানার হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম এলাকার পেশায় রাজমিস্ত্রী শাহিন মাহালতের মধ্যে বিয়ে হয়। তাঁরা প্রেম করেই বিয়ে করেন। তাঁদের একটি দু'বছরের কন্যা সন্তান রয়েছে। মৃতের দাদু সিরাজ উদ্দিন মিঁয়া জানান, বিয়ের পর থেকেই নানা সময়ে নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া গন্ডগোল হত। তাঁরা মেয়েকে বুঝিয়ে-শুনিয়ে স্বামীর বাড়িতে রাখতেন। গতকাল নাকি তাঁর স্বামীর কাছ থেকে সে 209 টাকা নিয়েছিল। তাঁর মা অসুস্থ থাকার জন্যই সে টাকাটা নিয়ে ওষুধ কিনতে চেয়েছিল। এ নিয়ে তাঁদের মধ্যে বচসা হয় এবং তাঁকে লোহার রড মারধর করা হয়। এর ফলে সে মারা যায়।

সেই সময় তাঁকে মেরে ফেলা হয় এবং বিষয়টি ধামাচাপা দিতে মুনমুনকে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন মৃতার পরিবারের সদস্যরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে।

আরও পড়ুন:পাণ্ডবেশ্বরে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 3

অভিযুক্ত স্বামীর কাকা রসিদ মাহালত জানান, তাঁর ভাইপো ও ভাইপো বউয়ের মাঝেমধ্যেই ঝামেলা লেগে থাকত। আর বউকে মারধর করত তাঁর ভাইপো৷ তবে গতকাল ঠিক কী হয়েছিল, তা তাঁর জানা নেই। কারণ সে সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর ভাইপোকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখুক। ঠিক কী ঘটনা ঘটেছিল, তা উদঘাটিত হোক।

ABOUT THE AUTHOR

...view details