বালুরঘাট, 5 মে : লকডাউনের মধ্যে মদের দোকান বন্ধ থাকায় বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অয্যোধ্যার লোহাপাড়ায় বাড়ছে চোলাই মদের কারবার । এমনকী চলছে জুয়ার ঠেকও । জুয়া ও চোলাই মদের ঠেক বন্ধ করতে বলায় গ্রামের মহিলাদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে । ঘটনায় গতকাল বিকেলে গ্রামের মহিলাদের নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংগঠন । ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ ।
লকডাউনে এতদিন বন্ধ ছিল মদের দোকান । এর ফলে ব্ল্যাকে প্রায় দ্বিগুণ দাম বেশি দিয়ে মদ কিনতে হচ্ছিল সুরাপ্রেমীদের । এমন অবস্থায় বাড়ছিল চোলাই মদের চাহিদা । প্রায় পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে চোলাই মদ । দিনে রাতে এলাকায় বসছে মদের আসর । এমনকী মদের আসরের সঙ্গে চলছে জুয়াও । অভিযোগ, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অযোধ্যার লোহাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই মদ ও জুয়া বন্ধের আন্দোলন করে আসছেন এলাকার মহিলারা । মাঝে এলাকায় মদ বন্ধ হলেও লকডাউন পরিস্থিতিতে ফের রমরমিয়ে মদ ও জুয়ার ব্যবসা চলছে বলে অভিযোগ । এরই প্রতিবাদ করতে গেলে ব্যবসায়ীরা এলাকার মহিলাদের উপর চড়াও হয় । পুলিশে জানালেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ । ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করে অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংগঠন । এলাকায় মদ ও জুয়া বন্ধ করে সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছেন তারা ।