বংশীহারি, 5 জানুয়ারি: অতিরিক্ত লটারি কাটার কারণে বাজারে প্রচুর ধার হয়ে যায় বুনিয়াদপুর পৌরসভার আলীগাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু মুখোপাধ্যায়ের ৷ তার জেরেই বৃহস্পতিবার সন্ধেবেলা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি (Head Master Died by suicide for huge loan from market) । এই ঘটনায় এলাকাবাসীদের দাবি, প্রায় প্রতিদিনই প্রচুর লটারি কাটতেন তিনি ৷ এর ফলে স্বাভাবিকভাবেই বাজারে ধারের পরিমাণ বেড়ে যায় ৷ সেই কারণেই এই ঘটনা ৷
বৃহস্পতিবার সন্ধে নাগাদ বুনিয়াদপুর পৌরসভার কোর্ট মোড় এলাকার ভাড়া বাড়ি থেকেই প্রধান শিক্ষকের (51) ঝুলন্ত দেহ উদ্ধার করে বংশীহারি থানার পুলিশ ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ঋণের কারণে গত কয়েকমাস থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরেই ভাড়াবাড়িতে বসবাস করতেন শান্তনুবাবু । প্রথমে তাঁর নিজের বাড়ি ছিল বুনিয়াদপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে । দীর্ঘদিন ধরে লটারি কাটার কারণে প্রচুর ধার হওয়ায় বাড়িটি বিক্রি করে দেন । বর্তমানে ভাড়া বাড়ি এবং পরিবারে আর্থিক অনটন থাকার কারণে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত । সেই কারণেই হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বলে অনুমান ৷
এই বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি শুভাশিস সিংহ জানান, বুনিয়াদপুর পৌরসভার কোর্ট মোড় এলাকার ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন আলীগাড়া প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শান্তনু মুখোপাধ্যায় । বুনিয়াদপুরে সবাই জানে প্রতিদিন প্রচুর পরিমাণে লটারি কাটতেন তিনি ৷ সেই কারণেই প্রচুর ধার হয়ে যায় বিভিন্ন জায়গায় । সেই কারণেই হয়ত গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন । আমরা চাই তাঁর মতো আর কারওর যেন লটারি কেটে মৃত্যু না হয় ।
মৃতের ভাইপো শঙ্কু মুখোপাধ্যায়ের বক্তব্য, "আমি খবর পেয়ে হাসপাতালে আসি । কাকু কোর্ট মোড় এলাকায় ভাড়া থাকত । দীর্ঘ দিন ধরে লটারি কাটতো এবং পারিবারিক বিবাদ লেগেই ছিল কাকু-কাকিমার মধ্যে এবং সেই কারণেই হয়ত আত্মঘাতী হয়েছে ।" এই বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, বুনিয়াদপুর পৌরসভার কোর্ট মোড় এলাকা থেকে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করে বংশীহারি থানার পুলিশ ৷ শুক্রবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাটে । কী কারণে মৃত্যু হল তা তদন্তের পরেই বোঝা যাবে ।
Lottery Effect: লটারি কেটে প্রচুর ধার, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষকের - অত্য়ধিক লটারি কাটার ফল
প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে ৷ অত্যধিক পরিমাণে লটারি কেটে বাজারে ধার হয়ে যাওয়াতেই আত্মহত্যা বলে জানান পরিবার ও স্থানীয়রা (Lottery Effect) ৷
প্রতীকী ছবি