হরিরামপুর, 21 এপ্রিল : প্রায় 1500 জন মানুষকে খাবার বিলি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের ৷ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন হরিরামপুর হাসপাতালের ডাক্তার ও বিভিন্ন হাসপাতালকর্মীরা ৷ আজ ও আগামীকাল এই খাদ্যবিতরণ করবেন স্বাস্থ্যকর্মীরা ৷
আজ দুপুরে শিরশি পঞ্চায়েতের বাটিল গ্রামের মানুষদের পাশে দাঁড়ালেন হাসপাতালকর্মী থেকে শুরু করে আশা কর্মীরা । আজ ও আগামীকাল মোট 1500 জন দরিদ্রদের মধ্যে খাবার বিলি করা হবে । আজ খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন হরিরামপুর হাসপাতালের BMOH সৌভিক আলমসহ বিভিন্ন আশা কর্মীসহ অন্যরা । এছাড়া আগামিকালও এই এলাকায় খাবার বিলি করা হবে ৷ লকডাউনের জেরে অনেকেই সমস্যায় পড়েছেন ।