গঙ্গারামপুর, ১৩ মার্চ : টিউবওয়েল আছে। কিন্তু, জল নেই। ফলে বাধ্য হয়ে দু'কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে গ্রামবাসীদের। এই দৃশ্য ধরা পড়ল গঙ্গারামপুর ব্লকের ৪ নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের হাপুনিয়া গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এই বিষয়ে অনেকবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলা সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা গ্রহণ করেননি।
টিউবওয়েল আছে, জল নেই; গরম পড়তেই বাড়ছে বিপদ - bringing water
টিউবওয়েল আছে। কিন্তু, জল নেই। ফলে বাধ্য হয়ে দু'কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে গ্রামবাসীদের। এই দৃশ্য ধরা পড়ল গঙ্গারামপুর ব্লকের ৪ নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের হাপুনিয়া গ্রামে।
টিউবওয়েল আছে, জল নেই
হাপুনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা বলেন, "আমাদের পুকুরের জলেই সব কাজ করতে হয়। মাস খানেক ধরে টিউবওয়েলগুলি খারাপ। জল ছাড়া আমরা বাঁচব কী করে ? অনেকবার এই বিষয়ে পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনও লাভ হয়নি। গরমের মধ্যে আমাদের দু'কিলোমিটার দূর থেকে জল আনতে হয়।"
গঙ্গারামপুর ব্লকের BDO বিশ্বজিৎ ধং বলেন, "আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করব।"