পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে হস্তশিল্প প্রতিযোগিতা, দেখা মিলল না সরকারি আধিকারিকদেরই - Handicraft Competition in Balurghat by state govt

রাজ্য সরকারের তরফে আয়োজিত হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীতে দেখা মিলল না সরকারি আধিকারিকদেরই । উপস্থিত ছিল না শিল্পী বা সাধারণ মানুষ কেউই । সকালের দিকে একটু লোকজন থাকলেও বিকেলে একেবারে ফাঁকা চত্বর৷

ভাষ্কর্য

By

Published : Nov 6, 2019, 5:43 AM IST

Updated : Nov 6, 2019, 7:51 AM IST

বালুরঘাট, 6 নভেম্বর : জেলার হস্তশিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে হস্তশিল্প প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । প্রতিযোগিতা ও প্রদর্শনীতে গতকাল সকালের দিকে লোক থাকলে বিকেলের পর থেকে জনমানব শূন্য হয়ে পড়ে অনুষ্ঠান চত্বর । সেখানে দর্শক থেকে সরকারি আধিকারিক বা কর্মী কারোরই দেখা মেলেনি । এতেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন । যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি সংশ্লিষ্ট দপ্তরে কর্মী ও আধিকারিকরা ।

গতকাল সকালে বালুরঘাটের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে হস্তশিল্প প্রতিযোগিতার ও প্রদর্শনীর আয়োজন করে জেলা শিল্প কেন্দ্র । এদিন মেলার শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) রঞ্জন কুমার ঝাঁ । এছাড়াও ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শান্তনু চক্রবর্তী, জেলা শিল্প কেন্দ্রের মহা প্রবন্ধক অসীমকুমার চৌধুরি সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনরা । এবারের প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে ৭৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । প্রত্যেক বিভাগ থেকে প্রথম তিন জন বিজয়ীকে বেছে নেয় বিচারক মণ্ডলীরা । তাদের শিল্প সামগ্রী কলকাতায় পাঠানো হবে বলে জানানো হয়েছে । ডিসেম্বর মাসে কলকাতায় রাজ্যস্তরে প্রতিযোগিতা হবে । সেখান থেকে বিজয়ীরা দিল্লিতে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ন। সেখান থেকে আবার আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাবেন ।

ধু ধু করছে প্রদর্শনালয়
এবিষয়ে জেলা শিল্প কেন্দ্রের মহা প্রবন্ধক অসীমকুমার চৌধুরি জানান, গতকাল থেকে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু হয়েছে । গতকালই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় । এবারে মোট ৭৮ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আবেদন করেছিল । একজন জেলায় না হওয়ায় ৭৭ জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে । আজও এই প্রদর্শনী চলবে । আর মানুষজনের উপস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যান ।
এভাবেই সাজানো রয়েছে একেকজন শিল্পীর কাজ
গতবারও দক্ষিণ দিনাজপুরে এই প্রতিযোগিতায় জেলার ১৭১ জন হস্তশিল্পী অংশগ্রহণ করেছিল । এবারে একধাক্কায় ৭৭ জন্য চলে আসে । ওয়াকিবহল মহলের কথায়, দিনদিন জৌলুস হারাচ্ছে হস্তশিল্প প্রতিযোগিতা । মানুষের আগ্রহও কমছে হস্তশিল্পের প্রতি । তাই সেক্ষেত্রে শিল্পীরাও প্রতিযোগিতা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ।
দেখুন ভিডিয়ো
Last Updated : Nov 6, 2019, 7:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details