ক্যানিং, 12 ফেব্রুয়ারি : বাসন্তীতে রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সুন্দরবনের বাসন্তী ব্লকে জয়গোপালপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে বিজ্ঞান প্রযুক্তি ও দেশপ্রেম উৎসব সপ্তাহ পালন করা হয় । সেই উৎসবের সূচনা করতেই বাসন্তীতে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
এছাড়া বিবেকানন্দ শিক্ষানিকেতনের হলডর টপসো-এডুকেশন সেন্টারের সূচনাও করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । অনুষ্ঠানে শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল । বাম ছাত্র যুব-র ডাকা নবান্ন অভিযানে পুলিশের নির্বিচারে লাঠি চালানোর তীব্র নিন্দা করেন তিনি ৷
আরও পড়ুন : আজ বামেদের ডাকা বনধে বাড়তি নজরদারি লালবাজারের
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, ‘‘গণতন্ত্রের যেভাবে বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে তা কখনওই শোভনীয় নয় ৷’’ এছাড়া মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন ৷ বারবার রাজ্যের শাসকদলের তরফে তাঁকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করা হয় ৷ এবিষয়ে তিনি বলেন, ‘‘রাজ্যপালের কাজ হল সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করা, রাজনীতি করা নয় ।’’
বাসন্তীতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের গলায় উঠে এল নেতাজি প্রসঙ্গ কলকাতার ভিক্টোরিয়াতে সরকারি অনুষ্ঠানে ‘‘জয় শ্রীরাম’’ ধ্বনি নিয়েও কথা বলেন রাজ্যপাল । বলেন, ‘‘ ভারতীয় সংবিধানে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে কোনও আপত্তির জায়গা নেই ৷’’ এরপর তিনি বলেন, ‘‘2014 সালের পর থেকে নেতাজিকে সম্মান জানাচ্ছে কেন্দ্রীয় সরকার । ক্ষমতায় এসে বিজেপি সরকারই প্রথম নেতাজির সম্পর্কে ফাইল উন্মুক্ত করে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লালকেল্লায় রাত্রি বারোটার সময় পতাকা উত্তোলন করেন নেতাজির সম্মানার্থে । তবে সমালোচনা থেকে নেতাজিকে দূরে রাখা উচিত সমস্ত রাজনৈতিক দলের । নেতাজি আমাদের সকলের ৷ দেশের স্বাধীনতার জন্য অনেক বলিদান দিয়েছেন । সুভাষচন্দ্র বসুকে নেতাজি বানিয়েছেন মানুষ ।’’