পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাসকদলের নেতার মতো আচরণ সরকারি আধিকারিকদের, পর্যবেক্ষকের কাছে অভিযোগ BJP-র - বালুরঘাট

বালুরঘাট গণনাকেন্দ্রে জেলা প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিকের উপর বিশেষ নজরদারি চালানোর দাবি জানানো হয় BJP-র পক্ষ থেকে ।

বাপি সরকার

By

Published : May 21, 2019, 11:54 PM IST

Updated : May 22, 2019, 12:12 AM IST

বালুরঘাট, 21 মে: গত পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি রুখতে এবার জেলায় আগে থেকেই তৎপর হল BJP । লোকসভা নির্বাচনে বালুরঘাট গণনাকেন্দ্রে জেলা প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিককে গণনাকেন্দ্র থেকে সরানো ও তাঁদের উপর কমিশনের বিশেষ নজরদারি চালানোর দাবি জানানো হয়েছে BJP-র পক্ষ থেকে । সেইসঙ্গে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের কাছেও বিষয়টি জানিয়েছে BJP ।

ভিডিয়োয় শুনুন বাপি সরকারের বক্তব্য

এবিষয়ে আজ বিকেলে বালুরঘাটে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "আমাদের জেলায় কিছু সরকারি আধিকারিক বিভিন্ন সরকারি পোস্টে থেকে শাসকদলের নেতাদের মতো আচরণ করছেন । তাঁদের কিছু ফুটেজ আজ আমরা পর্যবেক্ষকের কাছে জমা দিয়েছি । " তিনি জানান, তাঁদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে গণনাকেন্দ্রে সেইসব আধিকারিকদের উপর যেন বিশেষ নজর রাখা হয় । তাঁদের নামের একটি লিস্টও আজ পর্যবেক্ষককে জমা দিয়েছেন তিনি । ওই লিস্টে চার-পাঁচজন আধিকারিকের নাম রয়েছে । গণনাকেন্দ্রের দায়িত্ব থেকে অতিরিক্ত জেলাশাসক(সাধারণ), কুশমণ্ডির BDO সহ মোট পাঁচজন আধিকারিকের অব্যাহতির দাবি তোলা হয়েছে BJP-র পক্ষ থেকে । BJP-র দাবি, দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ওই দুই আধিকারিক নিরপেক্ষ নন । সরকারি পদে থেকে কুশমণ্ডির BDO প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রোজ তীব্র সমালোচনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করছেন বলে অভিযোগ ।

পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক দীপাপ প্রিয়া পি।

Last Updated : May 22, 2019, 12:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details