পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 26, 2019, 1:20 PM IST

ETV Bharat / state

ঘুষের ভাগ সবাই পায়, ধরা পড়ে বললেন সরকারি আধিকারিক

সবাই টাকার ভাগ পায় । ঘুষ নিতে গিয়ে ধরা পড়ার পর স্বীকারোক্তি কুশমণ্ডির অর্থ ও রাজস্ব বিভাগ দপ্তরের আধিকারিক ।

ধৃত ইদ্রজিৎ দাঁ

কুশমণ্ডি, 26 জুন : ঘুষ নেওয়ার অভিযোগে ধৃত কুশমণ্ডির অর্থ ও রাজস্ব বিভাগ দপ্তরের আধিকারিক ইন্দ্রজিৎ দাঁ । উদ্ধার 5 হাজার টাকা । তাঁকে গ্রেপ্তার করেছে কুশমণ্ডি থানার পুলিশ ।

গতকাল বিকেলে পশ্চিমবঙ্গ রাজস্ব বিভাগের অফিসে জমি রেজিস্ট্রি করতে আসেন জাভেদ মিঁয়াদাদ নামে এক ব্যক্তি । তাঁর অভিযোগ, জমি রেজিস্ট্রির জন্য নির্ধারিত মূল্যের থেকে 2300 টাকা বেশি নেন ওই আধিকারিক । তিনি সেই সময় প্রতিবাদ করেন । কিন্তু আধিকারিক তাঁর কথায় কান দেননি । এদিকে জাভেদের চিৎকারে স্থানীয় লোকজন আসে । তারা আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ এসে এই আধিকারিকের কেবিন সার্চ করে । তাঁর ড্রয়ারে তল্লাশি চালিয়ে 5000 টাকা পাওয়া যায় । এরপর তাঁকে গ্রেপ্তার করে কুশমণ্ডি থানায় নিয়ে যায় পুলিশ ।

জাভেদ বলেন , "আমার জমি রেজিস্ট্রি করার জন্য ইন্দ্রজিৎ দাঁ ২৩০০ টাকা ঘুষ নেন । আমি জিজ্ঞাসা করলে বলেন এটা আমার টাকা । আমি তখন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জাহির আব্বাসকে ফোন করি । তিনি ইন্দ্রজিৎ দাঁকে টাকা ফেরত দেওয়ার কথা বলেন । সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎ দাঁ আমার দলিল নিয়ে নেন । তখন আমি চিৎকার করলে লোকজন চলে আসে। তারাই পুলিশকে খবর দেয় । "

এদিকে অভিযুক্ত ইদ্রজিৎ দাঁ বলেন, "এই অফিসে সবাই টাকার ভাগ পেয়েছে । আমি ও পেয়েছি । এই প্রথা অনেকদিন থেকে চলে আসছে । আজকে নতুন কিছু না ।" এদিকে জমি রেজিস্ট্রি বিভাগের মুখ্য আধিকারিক শুভাশিস মৈত্র বলেন , " যে পাপ করেছে সে ফল ভুগবে । আমরা কেউ এর সঙ্গে যুক্ত নই ।" অফিসের বাকি কর্মীরা বলেন, মিথ্যা কথা বলছেন ইন্দ্রজিৎ দাঁ ।

ABOUT THE AUTHOR

...view details