বুনিয়াদপুর (দক্ষিণ দিনাজপুর), 12 ফেব্রুয়ারি : শনিবার বুনিয়াদপুর রেল স্টেশন পরিদর্শন করলেন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্ত । যাত্রী নিরাপত্তা এবং যাত্রীদের সাধরণ সুযোগ সুবিধাগুলি খতিয়ে দেখেন (Anshul Gupta Visits Buniadpur Station) তিনি।
১৮ বছরের ইতিহাসে এই প্রথম উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (General Manager Of North-Eastern Railways) বুনিয়াদপুর রেল স্টেশন পরিদর্শনে এলেন। এদিন দুপুরে স্পেশাল ট্রেনে করে প্রথমে বালুরঘাট পরবর্তীতে গঙ্গারামপুর এবং সবশেষে বুনিয়াদপুর স্টেশনে টাঙ্গন ব্রিজ পরিদর্শন করেন অংশুল গুপ্ত । সেইসঙ্গে রেলের পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি । এদিন রেলপুলিশের থাকার জায়গাতে বৃক্ষরোপণ করেন জিএম । রেললাইনের সিগন্যাল ব্যবস্থা পরিদর্শন করেন । বুনিয়াদপুর স্টেশনে রেলযাত্রীদের সঙ্গে কথা বলেন জেনারেল ম্যানেজার (Anshul Gupta) ।