গঙ্গারামপুর, 30 এপ্রিল : লকডাউনের জেরে কাজ নেই পুরোহিতদের । তাই এবার সরকারি সাহায্যের আর্জি জানিয়ে দক্ষিণ গঙ্গারামপুর ব্লকের BDO-র দ্বারস্থ হলেন তাঁরা । আজ BDO সুরেশ জগতের হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকলিপি । ছিলেন গঙ্গারামপুর পুরোহিত সমাজের সভাপতি কমলেশ চক্রবর্তী, সহ সভাপতি শতদল গোস্বামী, সম্পাদক সুব্রত চক্রবর্তী-সহ আরও অনেকে ।
সরকারি সাহায্যের আর্জি গঙ্গারামপুরের পুরোহিতদের - South Dinajpur
সরকারি সাহায্যের আর্জি জানিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের BDO-র দ্বারস্থ হলেন সেখানকার পুরোহিতরা ।
কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। বন্ধ রয়েছে দোকানপাট । যান চলাচল । বন্ধ রয়েছে সমস্ত মন্দির, সামাজিক অনুষ্ঠানও । এর ফলে এক প্রকার কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন গঙ্গারামপুরের পুরোহিতরা । গঙ্গারামপুর শহরে প্রায় 300 জন পুরোহিত রয়েছেন । লকডাউনের জেরে তাঁদের কাজ বন্ধ । ফলে বর্তমানে সমস্যায় রয়েছেন তাঁরা । তাঁদের এই সমস্যাগুলির কথা জানাতে আজ গঙ্গারামপুর ব্লকের BDO সুরেশ কুমার জগতের কাছে স্মারকলিপি জমা দেন ।
এই বিষয়ে গঙ্গারামপুর পুরোহিত সমাজের সভাপতি কমলেশ চক্রবর্তী বলেন, "লকডাউন হওয়ার ফলে আমাদের সবথেকে বেশি দুর্দশার মধ্যে পড়তে হয়েছে । আমাদের সংগঠনের যে সমস্ত পুরোহিত আছেন, তাঁদের আর্থিক অবস্থা ভালো নয় । কেউ কেউ দোকানে দোকানে ফুল-জল দিতেন । কেউ লেবু-লঙ্কা দিতেন । এইভাবে তাঁদের সংসার চলত । কিন্তু তা বন্ধ হওয়ার ফলে সমস্যায় রয়েছে সকলে । সেই জন্য আমরা পুরোহিত সমাজের পক্ষ থেকে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছি । যেন আমরা সরকারি সাহায্য পাই ।" এই বিষয়ে BDO সুরেশ জগৎ বলেন, "আমি এই বিষয়টি নিয়ে কিছু বলব না । তবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব ।"