গঙ্গারামপুর , 29 অগাস্ট : এক ধাবা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ ৷ ঘটনাটি গচিহার এলাকার লাইন ধাবার ৷ ধৃত দুই যুবকের নাম রিপন সরকার (32) ও রিন্টু সরকার (30) ৷ দু'জনেরই বাড়ি গঙ্গাপুর থানা এলাকায় ৷
ধাবার সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার রাতে মত্ত অবস্থায় ওই দুই যুবক ধাবায় এসে উপস্থিত হয় ৷ এরপরই পিস্তল বের করে তারা হোটেলে আসা ব্যক্তিদের ভয় দেখায় বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামরপুর থানার পুলিশ৷ গ্রেপ্তার করা দু'জনকে ৷ তাদের কাছ থেকে দুটি পিস্তল ও নয়টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ৷ ধৃতদের বুধবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।