গঙ্গারামপুর, 2 সেপ্টেম্বর : বিদ্যুতের দাবিতে 512 নং জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসীরা ৷ ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ৷ 7-8 দিন ধরে বিদ্যুৎ নেই এলাকায় ৷ তাই গতকাল বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের পশ্চিম জয়পুর এলাকার বাসিন্দারা । বহুবার বিদ্যুৎ দফতরে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় রাস্তায় নেমেছেন তাঁরা । এলাকার বাসিন্দাদের দাবি তাড়াতাড়ি তাদের এলাকায় বিদ্যুৎ চালু করতে হবে ৷ তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা ।
গরমে হাঁসফাঁস অবস্থা ৷ এই পরিস্থিতিতে গ্রামে বিদ্যুৎ না থাকায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন পশ্চিম জয়পুরের গ্রামবাসীরা । ক'দিন আগে ট্রান্সমিটার লাগানোর পরে 2 ঘণ্টা বিদ্যুৎ ছিল ৷ তারপর ফের বিদ্যুৎ চলে যায় ৷ সেই থেকে বিদ্যুৎ নেই এলাকায় । তাই গতকাল প্রায় 1 ঘণ্টা ধরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামের মহিলা-পুরুষ সকলে । দীর্ঘক্ষণ অবরোধ থাকায় ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ পরে পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা ।
আরও পড়ুন : Health workers Agitation : 40 জন স্বাস্থ্যকর্মীর কর্মবিরতিতে ভ্যাকসিন দেওয়া বন্ধ, জাতীয় সড়ক অবরোধ টিকা গ্রহিতাদের
এই প্রসঙ্গে বাসিন্দা রাজু দাস বলেন, "আমাদের গঙ্গারামপুর থানার জয়পুর এলাকায় প্রায় বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ৷ আমরা বহুবার বিদ্যুৎ দফতরে জানিয়েছি ৷ তা সত্ত্বেও কোনও কাজ না হওয়ায় অবশেষে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি ৷ আমরা চাই বিদ্যুৎ দফতর তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করুক ।"
রবি সাহা নামে আরেক বাসিন্দা বলেন, "7-8 দিন ধরে আমাদের গ্রামে বিদ্যুৎ নেই ৷ ট্রান্সফরমার বিকল থাকার কারণে এই অবস্থা ৷ আমরা বহুবার বিদ্যুৎ দফতরে জানিয়েছি ৷ কোনও কাজ না হওয়ায় শেষে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি ৷"
গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক কুমার দাস জানান, গঙ্গারামপুর থানার জয়পুর এলাকায় বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা ৷ গ্রামের লোকজন সেই কারণে পথ অবরোধ করেছিলেন ৷ তবে তারা গ্রামবাসীদের দাবি শুনেছেন ৷ তিনি আশ্বাস দিয়ে বলেন, "আমরা বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলব যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারি ৷ সেই আশ্বাস দিয়েছি এবং তাঁরা পথ অবরোধ তুলে নেন ।"