পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উঠছে না দাম, রাস্তার পাশে লঙ্কা ফেলে বিক্ষোভ চাষিদের - তপন

উঠছে না লঙ্কার দাম । তাই রাস্তার ধারে ও নয়নজুলিতে লঙ্কা ফেলে বিক্ষোভ দেখালেন চাষিরা ।

ছবি
ছবি

By

Published : May 25, 2020, 4:13 PM IST

গঙ্গারামপুর, 25 মে : এমনিতেই দাম নেই । তার উপর আমফানের কারণে নষ্ট হয়ে যাচ্ছে গাছ । কম দামে লঙ্কা বিক্রি করেও উঠছে না দাম । এই পরিস্থিতিতে রাস্তার ধারে ও নয়নজুলিতে লঙ্কা ফেলে বিক্ষোভ দেখালেন গঙ্গারামপুরের ফুলবাড়ির চাষিরা । শুধুমাত্র ফুলবাড়ি নয়, রামপুর এলাকার কৃষকরাও লঙ্কা ফেলে বিক্ষোভ দেখান ।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, কুমারগঞ্জ ও তপন ব্লকের বেশ কিছু এলাকায় লঙ্কা চাষ হয় । জেলার মধ্যে গঙ্গারামপুর থানার ফুলবাড়িতে সকালের দিকে লঙ্কার হাট বসে । এখান থেকে পাইকারি বিক্রেতারা লঙ্কা কিনে অন্য জেলায় ও রাজ্যে পাঠান । মূলত রাতের বাসে লঙ্কা বাইরে নিয়ে যাওয়া হত । লকডাউনের কারণে প্রায় দু'মাস ধরে বন্ধ দূরপাল্লার বাস চলাচল । এর ফলে সেভাবে পাইকারি বিক্রেতারা লঙ্কা কিনতে পারছেন না এবং তা বাইরেও পাঠাতে পারছেন না । ফলে লঙ্কার দাম কেজি প্রতি নেমে এসেছে 50-60 পয়সায় । এরপরেও লঙ্কা বিক্রি হচ্ছে না । তাই লঙ্কা বিক্রি না করে রাস্তার পাশে, নয়নজুলি, ড্রেনে লঙ্কা ফেলে বিক্ষোভ দেখালেন কৃষকরা ।

অন্যদিকে, এবার প্রায় 2 হাজার 500 হেক্টর জমিতে লঙ্কা চাষ হয়েছে । যা থেকে 10 হাজার মেট্রিকটনের বেশি লঙ্কার ফলন হয়েছে । গঙ্গারামপুর, তপন ও কুমারগঞ্জের বহু কৃষক এই লঙ্কা চাষের সঙ্গে যুক্ত। সবথেকে বেশি লঙ্কা চাষ তপনে হয় । সেই লঙ্কা ফুলবাড়ি সহ অন্যান্য জায়গা থেকে বাইরে পাঠানো হয় । এই বছর লঙ্কার ফলন বেশি হয়েছে । কিন্তু তা লকডাউনের জেরে বাইরে পাঠানো যায়নি । তার উপর আমফানের কারণে খেতে জমেছে জল । ফলে নষ্ট হয়ে যাচ্ছে লঙ্কার গাছ । স্থানীয় বাজারে দাম একেবারেই কমে যাওয়ায় লঙ্কা ফেলে দিচ্ছেন চাষিরা ।

এক লঙ্কা চাষি বাচ্চু সরকার জানিয়েছেন, লকডাউনের কারণে এবার লঙ্কার দাম পাচ্ছেন না তাঁরা। প্রতি কিলো 50 - 60 পয়সাতেও বিক্রি হচ্ছে না। এর ফলে লাভ তো পরের কথা, আসল টাকাই উঠছে না । সরকার ও প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি দেখলে তাঁরা উপকৃত হতেন।

অন্যদিকে জেলা মুখ্য কৃষি অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস বলেন, " প্রতিবছর এই জেলায় লঙ্কার ব্যাপক ফলন হয় । এবার লকডাউনের জেরে লঙ্কা বাইরে যাওয়া বন্ধ ছিল । কিন্তু এখন দক্ষিণবঙ্গের দিকে লঙ্কার অনেক চাহিদা । তবুও কেন বাইরে পাঠানো যাচ্ছে না সেই বিষয়ে মার্কেটিং দপ্তরের সঙ্গে কথা বলব । যাতে লঙ্কা আর ফেলে দিতে না হয়।"

ABOUT THE AUTHOR

...view details