হরিরামপুর, 2 সেপ্টেম্বর : রাস্তায় পড়ে রয়েছেন এক মহিলা ৷ তা দেখে চিকিৎসার ব্যবস্থা করলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ৷ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে । দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর মসজিদ মোড় এলাকা থেকে ওই মহিলাকে উদ্ধার করে জেলা প্রশাসন ৷
প্রশাসনের আধিকারিকদের সঙ্গে গতকাল হরিরামপুর সেফ হাউজ়ে যাচ্ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল ৷ যাওয়ার সময় হরিরামপুর মসজিদ মোড় এলাকার একটি দোকানের সামনে ওই মহিলাকে খুব অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন ৷ তখন স্থানীয় থানায় ফোন করে বিষয়টি জানান তাঁরা । ঘটনাস্থানে হরিরামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পৌঁছে মহিলাকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করেন ।