পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে সাংসদের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স পরিষেবা - Covid-19

বালুরঘাটে সাংসদের উদ্যোগে বিনামূল্যে চালু হল অক্সিজেন এবং ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স পরিষেবা । শনিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিজেপি মুখ্য কার্যালয়ে এই অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করেন ৷ 9647371282 নম্বরে যোগাযোগ করলেই পৌঁছে যাবে এই ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স ।

বালুরঘাটে বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স
বালুরঘাটে বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স

By

Published : May 22, 2021, 9:50 PM IST

বালুরঘাট, 22 মে : ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন এবং ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স ৷ বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে কোভিড আক্রান্ত রোগীদের সাহায্যের জন্য চালু করা হল অক্সিজেন-সহ অ্যাম্বুলেন্স পরিষেবা । শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিজেপি মুখ্য কার্যালয়ে এই অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার । এছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয়কুমার বর্মন-সহ অন্যান্যরা ৷

দেশজুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় চলছে গভীর সংকট । দিন দিন বেড়ে চলেছে সংক্রমণ । ফলে কোভিড সংকটের মধ্যেই দেশজুড়ে চলছে অক্সিজেন সংকট । তার মধ্যেই বালুরঘাট ব্লকের কোভিড আক্রান্ত রোগীদের জন্য ভ্রাম্যমান অক্সিজেন পরিষেবা চালু করলেন সাংসদ সুকান্ত মজুমদার । ব্লকের অসুস্থরা 9647371282 নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে এই অ্যাম্বুলেন্স । বিনামূল্যে হাসপাতাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা ও অক্সিজেন পরিষেবাও দেওয়া হবে এর মাধ্যমে ।

বালুরঘাটে বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স

সাংসদ সুকান্ত মজুমদার জানান, কোভিড পরিস্থিতিতে মানুষের পরিষেবা দিতে এদিন একটি ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স চালু করা হল । আগামী দিনে সমগ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভায় এই ভ্রাম্যমান অক্সিজেন পরিষেবা দেওয়া হবে বলে সাংসদ জানিয়েছেন ।

আরও পড়ুন : সৌরশক্তি চালিত পাম্পে সবুজ বিপ্লব কাঁকসায়

ABOUT THE AUTHOR

...view details