বালুরঘাট, 8 এপ্রিল: অপরাধ বিজেপিতে যোগ ! তাই দণ্ডি কাটিয়ে প্রায়শ্চিত্ত করে চার আদিবাসী মহিলাকে ফেরানো হল তৃণমূলে ৷ ঘটনাটি বালুরঘাটের ৷ বৃহস্পতিবার ওই চার আদিবাসী মহিলা বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ এরপর শুক্রবার সন্ধ্যায় আবার তাঁরা তৃণমূলে ফিরলেন ৷ কিন্তু এমনি নয়, এক কিলেমিটার রাস্তা দণ্ডি কেটে তাঁরা জেলা তৃণমূল কার্যালয়ে আসেন । তারপরেই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী । আগামিদিনে তাঁদের হাত ধরে আরও অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি ।
এদিকে তৃণমূলে যোগদানকারীরা জানিয়েছেন, বিজেপিতে যোগদান করার পরেই তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরেছেন । তাই নিজেদের ভুল শুধরে নিতে বা ভুলের প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কেটে জেলা কার্যালয়ে এসে তাঁরা তৃণমূলে যোগদান করলেন । আগামীতে তাঁদের সঙ্গে আরও অনেকে যোগদান করবে বলে দাবি করেছেন তাঁরাও । অন্যদিকে যাঁরা এদিন তৃণমূলে যোগদান করলেন তাঁরা কেউই বিজেপি করতেন না বলে জানিয়েছেন গেরুয়া শিবিরের মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য । তিনি আরও বলেন, "যদি কেউ তৃণমূলে যোগদান করে থাকে তাহলে তাঁদের ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে যোগদান করানো হয়েছে ।"
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাদ সনকইর এলাকায় প্রায় 200 জন মহিলা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন । বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন দলের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, বিধায়ক বুধরাই টুডু । তারপরেই রাজ্য ও জেলা মহিলা তৃণমূল নড়েচড়ে বসে ।
বিজেপিতে যোগদান করার 24 ঘণ্টার মধ্যেই এবার পালটা যোগদান করাল মহিলা তৃণমূল । ওইদিন যাঁরা বিজেপিতে যোগদান করেছিলেন এদিন তাঁদের মধ্যে চারজন মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকরণ সরেন ও মালতি মুর্মু বালুরঘাট শহরের কোর্ট মোড় থেকে দণ্ডি কাটতে কাটতে তৃণমূলের জেলা কার্যালয়ে আসেন । সেখানেই তাঁরা তৃণমূলে যোগদান করেন । জেলার রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপিতে যোগদান করার 'শাস্তি' হিসেবেই ওই তৃণমূল কর্মীদের দিয়ে দণ্ডি কাটানো হয় । ভর সন্ধ্যায় রাস্তাতে এই ধরনের দৃশ্যতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটে ।