পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tribal Women TMC Joining: এক কিমি দণ্ডি কেটে বিজেপি থেকে তৃণমূলে যোগ চার আদিবাসী মহিলার - এক কিমি রাস্তায় সন্ধ্যেবেলা দণ্ডি

গেরুয়া শিবির থেকে তৃণমূলে ফিরতে এক কিমি রাস্তায় সন্ধ্যেবেলা দণ্ডি কাটতে হল চার আদিবাসী মহিলাকে ৷ ঘটনা প্রকাশ্যে আসার পরই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে ৷ সরব হয়েছে বিজেপি ৷

TMC
দণ্ডি কাটিয়ে প্রায়শ্চিত্ত

By

Published : Apr 8, 2023, 12:02 PM IST

দণ্ডি কেটে বিজেপি থেকে তৃণমূলে যোগ চার আদিবাসী মহিলার

বালুরঘাট, 8 এপ্রিল: অপরাধ বিজেপিতে যোগ ! তাই দণ্ডি কাটিয়ে প্রায়শ্চিত্ত করে চার আদিবাসী মহিলাকে ফেরানো হল তৃণমূলে ৷ ঘটনাটি বালুরঘাটের ৷ বৃহস্পতিবার ওই চার আদিবাসী মহিলা বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ এরপর শুক্রবার সন্ধ্যায় আবার তাঁরা তৃণমূলে ফিরলেন ৷ কিন্তু এমনি নয়, এক কিলেমিটার রাস্তা দণ্ডি কেটে তাঁরা জেলা তৃণমূল কার্যালয়ে আসেন । তারপরেই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী । আগামিদিনে তাঁদের হাত ধরে আরও অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি ।

এদিকে তৃণমূলে যোগদানকারীরা জানিয়েছেন, বিজেপিতে যোগদান করার পরেই তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরেছেন । তাই নিজেদের ভুল শুধরে নিতে বা ভুলের প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কেটে জেলা কার্যালয়ে এসে তাঁরা তৃণমূলে যোগদান করলেন । আগামীতে তাঁদের সঙ্গে আরও অনেকে যোগদান করবে বলে দাবি করেছেন তাঁরাও । অন্যদিকে যাঁরা এদিন তৃণমূলে যোগদান করলেন তাঁরা কেউই বিজেপি করতেন না বলে জানিয়েছেন গেরুয়া শিবিরের মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য । তিনি আরও বলেন, "যদি কেউ তৃণমূলে যোগদান করে থাকে তাহলে তাঁদের ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে যোগদান করানো হয়েছে ।"

চার আদিবাসী মহিলা তৃণমূলে যোগ দিলেন

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাদ সনকইর এলাকায় প্রায় 200 জন মহিলা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন । বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন দলের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, বিধায়ক বুধরাই টুডু । তারপরেই রাজ্য ও জেলা মহিলা তৃণমূল নড়েচড়ে বসে ।

বিজেপিতে যোগদান করার 24 ঘণ্টার মধ্যেই এবার পালটা যোগদান করাল মহিলা তৃণমূল । ওইদিন যাঁরা বিজেপিতে যোগদান করেছিলেন এদিন তাঁদের মধ্যে চারজন মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকরণ সরেন ও মালতি মুর্মু বালুরঘাট শহরের কোর্ট মোড় থেকে দণ্ডি কাটতে কাটতে তৃণমূলের জেলা কার্যালয়ে আসেন । সেখানেই তাঁরা তৃণমূলে যোগদান করেন । জেলার রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপিতে যোগদান করার 'শাস্তি' হিসেবেই ওই তৃণমূল কর্মীদের দিয়ে দণ্ডি কাটানো হয় । ভর সন্ধ্যায় রাস্তাতে এই ধরনের দৃশ্যতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটে ।

তৃণমূলে ফিরতে এক কিমি রাস্তায় সন্ধ্যেবেলা দণ্ডি

এই বিষয়ে তৃণমূলে যোগদানকারী মার্টিনা কিস্কু জানান, তাঁদের ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল । বিজেপিতে যোগদান করার পর সারারাত তাঁরা ঘুমাতে পারেননি । তাই নিজেদের ভুল বুঝতে পেরেই তাঁরা আজ দণ্ডি কেটে তৃণমূলে যোগদান করলেন । তৃণমূল জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী জানান, বৃবস্পতিবার যারা বিজেপিতে যোগদান করেছে বলে বলা হয়েছে তাঁদের বেশিরভাগ গেরুয়া শিবিরেই সদস্য । দীর্ঘদিন ধরে তারা বিজেপির হয়ে কাজ করেন । তাঁদেরই আবার বিজেপিতে যোগদান করানো হয়েছে ওইদিন ।

তিনি বলেন, "কিছু হলেই তৃণমূলকে টানা বর্তমানে বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে ৷ কিছু সাধারণ মানুষ যাঁদের কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ ছিল না, তবে তৃণমূলের সমর্থক ছিল ৷ তাঁদের ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছে । সেই ভুল বুঝতে পেরে তারা দণ্ডি কেটে তার প্রায়শ্চিত্ত করেন । তারপর তৃণমূলে যোগদান করেন । বাকিরাও আগামীতে যোগ দেবেন তৃণমূলে ।"

অন্যদিকে এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানান, রাজনৈতিক চাপে পড়েই 200 জনের মধ্যে মাত্র তিন-চারজনকে তৃণমূলে ফিরিয়ে আনা হয়েছে । তবে যেভাবে মহিলাদের রাস্তায় নাকখত (দণ্ডি) দিয়ে তৃণমূলের জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে. তা মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত লজ্জাকর ও অপমানজনক বলে তিনি জানান । বিষয়টা নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হবেন বলেও তিনি জানিয়েছেন । ঘটনাটি নিয়ে সরব হয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব ৷ এদিন বিষয়টি নিয়ে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, "তৃণমূলের গুণ্ডারা ওই মহিলাদের শাসকদলে যোগ দিতে বাধ্য করেছে । শাস্তিস্বরূপ ওদের দণ্ডি কাটানো হয়েছে ।"

আরও পড়ুন:বিজেপিতে যোগ দেওয়ায় দণ্ডবৎ পরিক্রমার শাস্তি তৃণমূলের ! দাবি সুকান্তর

ABOUT THE AUTHOR

...view details