বালুরঘাট, 2 জুন : লোনের টাকা দেওয়ার নাম করে ডেকে আনে মদ ব্যবসায়ীসহ ভিন রাজ্যের মোট চারজনকে ৷ তাঁদের আটক করে মুক্তিপণ দাবি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ । গতকাল রাতে পতিরাম থেকে জয়প্রকাশ সরকার, মনিশ পান্ডে, রবীন্দ্র সিং বেদি ও বিকাশ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ । এদের মূল পান্ডা জয়প্রকাশ সরকার । যে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে লোকের কাছ থেকে টাকা তোলে বলেও অভিযোগ । আজ ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানিয়ে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় । পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।
ভিন রাজ্যের চারজনকে আটক করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার 4 - বালুরঘাট থানা
ভিন রাজ্য থেকে আসা চার জনকে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার দাবি জানানোর ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । অভিযুক্ত চারজনকেই আজ বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ।
জানা গেছে, পতিরাম এলাকায় বসবাসকারী জয়প্রকাশ সরকার বিহারের এক মদ ব্যবসায়ীকে 125 কোটি টাকা লোন দেবেন বলে গত রবিবার তাদের ডেকে এনেছিলেন । ওই দিন রাতে বিহার থেকে মদ ব্যবসায়ীসহ চারজন এবং দিল্লি ও কলকাতা থেকে আসা দু'জন মধ্যস্থতাকারী পতিরাম আসেন । স্থানীয় একটি আবাসনে তাদেরকে রাখা হয় । 125 কোটি টাকা বিহারের মদ ব্যবসায়ীকে ঋণ দেওয়ার কথা ছিল জয়প্রকাশ সরকারের । ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হওয়ার কিছু বাদেই মদ ব্যবসায়ী আবাসনের বাইরে যেতেই বাকি তিনজনকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে জয়প্রকাশ সরকারসহ তার তিনসঙ্গীর বিরুদ্ধে । এদিকে বিষয়টি জানতে পেরে ওই মদ ব্যবসায়ী খবর দেন বালুরঘাট থানার পুলিশকে । এবং গতকাল বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এরপরই গতকাল গভীর রাতে মূল অভিযুক্ত জয়প্রকাশ সরকারসহ বাকি তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযুক্তদের কাছ থেকে একটি দামি বিলাসবহুল গাড়িও উদ্ধার করে পুলিশ । গাড়িটিকে বর্তমানে বালুরঘাট থানা চত্বরে রাখা রয়েছে । অভিযুক্ত চারজনকেই আজ বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ।
এবিষয়ে DSP হেডকোয়াটার ধীমান মিত্র জানান, ভিন রাজ্য থেকে আসা চার জনকে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার দাবি জানানোর ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । আজ ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে । ঘটনার তদন্তের জন্য আদালতের কাছে অভিযুক্তদের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে । পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।