বালুরঘাট, 10জুন : নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম বদল করে বন্দর বা ডকের নাম রাখাহচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে । এরই প্রতিবাদে বালুরঘাটে প্রধানমন্ত্রীরকুশপুতুল দাহ করল ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটি । পাশাপাশি আজ দুপুরে বালুরঘাট জেলাপ্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা ।
কলকাতা বন্দরের নাম পরিবর্তন ইশুতে বিক্ষোভ, দাহ হল প্রধানমন্ত্রীর কুশপুতুল - South Dinajpur Forward Bloc
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা বন্দরের নামকরণ করার বিরুদ্ধে আজ গোটা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ফরওয়ার্ড ব্লক । বালুরঘাটে সেই প্রতিবাদ কর্মসূচিতেই দাহ হল প্রধানমন্ত্রীর কুশপুতুল ।
কলকাতা বন্দরের নাম পরিবর্তন ইশুতে বিক্ষোভ,দাহ হল প্রধানমন্ত্রীর কুশপুতুল
আজ বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগে বালুরঘাটের কল্যাণীঘাট এলাকারদলীয় কার্য্য়ালয় থেকে একটি মিছিল বের করে ফরওয়ার্ড ব্লক । এরপর মিছিলটি জেলাপ্রশাসনিক ভবনের সামনে আসে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করাহয় সেখানে । আজকের গোটা বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লকের জেলাসাধারণ সম্পাদক সুব্রত দাস ।
ফরওয়ার্ড ব্লকের তরফে অভিযোগ,কেন্দ্রীয় সরকার দীর্ঘদিনের পুরানোনেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত এই ডকের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদমুখোপাধ্যায়ের নামে রাখার চেষ্টা করছে । বিষয়টি জানতে পেরেই কেন্দ্রের এই ঘৃণ্যচক্রান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক । এমনই দাবি দলেরজেলা সাধারণ সম্পাদক সুব্রত দাসের । এদিন সারা দেশ ও রাজ্যের পাশাপাশি বালুরঘাটেওফরওয়ার্ড ব্লকের তরফে প্রতিবাদ জানানো হয় । কোনওভাবেই নেতাজি সুভাষচন্দ্র বসুরনামাঙ্কিত ডকের নাম পরিবর্তন করা যাবে না,এই দাবি নিয়েই এদিন বালুরঘাটে জেলাপ্রশাসনিক ভবনের সামনে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন ফরওয়ার্ড ব্লকেরজেলা নেতৃত্ব ।
এ বিষয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা সাধারণ সম্পাদক সুব্রত দাস জানান,কেন্দ্রীয় সরকার কলকাতায় অবস্থিতনেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত ডকের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদমুখোপাধ্যায়ের নামে করতে চাইছে । কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশ ওরাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে । দক্ষিণ দিনাজপুর জেলাতেও প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করলেন ফরওয়ার্ড ব্লকের কর্মীরা । তাঁদের দাবি কোনওভাবেইদীর্ঘদিনের পুরানো এই নাম পরিবর্তন করা যাবে না । ডকের নাম যাতে পরিবর্তন না করাহয় সেই জন্যই তাঁদের আজকের এই কর্মসূচি । তাদের দাবি মানা না হলে আগামীদিনে আরওবড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন ।