গঙ্গারামপুর, 22 মে : পৌরবোর্ডের মেয়াদ শেষ । তাই এবার গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অমলেন্দু সরকার । আজ দায়িত্ব নেওয়ার আগে প্রশাসক বোর্ডের পাঁচ সদস্যকে সংবর্ধনা দেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষসহ আরও অনেকে ।
আজ প্রশাসক বোর্ডের পাঁচ সদস্য গঙ্গারামপুর পৌরসভায় যান । সাংসদ অর্পিতা ঘোষ, বিধায়ক গৌতম দাস, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়ও সেখানে উপস্থিত ছিলেন । সবাই অমলেন্দু সরকারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন । যদিও পৌরসভার মেয়াদ 20 তারিখ শেষ হয় ৷ 21 তারিখ প্রশাসক বোর্ডের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও আমফানের কারণে তা একদিন পিছিয়ে 22 তারিখ করা হয় । নবগঠিত প্রশাসক বোর্ডকে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ও গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ তাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় অমলেন্দুবাবুকে । তবে এই অনুষ্ঠানে প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ঘনিষ্ঠ কোনও কাউন্সিলরকে দেখা যায়নি ।