বংশীহারি, 28 মার্চ: দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শুরু হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে নিয়ে খাদ্য মেলা 'সৃষ্টিশ্রী' ৷ এই মেলায় রয়েছে দেশি-বিদেশি-সহ ভিন রাজ্যের খাবারের স্টল (Food fair for women self help group)। মেলা হবে অথচ মিষ্টি থাকবে না, তা কখনও হয় ৷ আছে বিভিন্ন ধরণের মিষ্টি ৷ জেলার ভোজন রসিকদের আনন্দের খবর পৌঁছে দিতে দক্ষিণ-দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুনিয়াদপুর ফুটবল মাঠে 5 দিনের সৃষ্টিশ্রী মেলা অনুষ্ঠিত হচ্ছে ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালনা করা হয়েছে এই সৃষ্টিশ্রী মেলা । এই মেলাতেই আছে 30টিরও বেশি ফুড স্টল ৷ পাওয়া যাচ্ছে এগরোল, চাউমিন থেকে শুরু করে লিটটি চোখা, ফিশ-ফিঙ্গার, চিকেন-মটন-রোস্ট বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়। জেলা প্রশাসনের তরফে পৌরসভা-সহ ও ব্লকগুলি বছরের বিভিন্ন সময় স্বনির্ভর দলের মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন ধরনের রান্নার প্রশিক্ষণ দিয়েছেন ৷ যেসব স্বনির্ভর দলের মহিলারা প্রশিক্ষণ শেষে স্বনির্ভর হতে চান ৷ তাঁরা দোকান জেলার যেকোন স্থানে দোকানও দিতে পারেন ৷ গঙ্গারামপুর শহর ও ব্লক এলাকায় 10টি, হরিরামপুর ব্লকের 10টি স্টল রয়েছে । ভোজনরসিক বাঙালিরা মেলা শুরুর প্রথম থেকে শেষ পর্যন্ত খাবারের অপেক্ষায় রয়েছে ।