বালুরঘাট, 2 ডিসেম্বর : বালুরঘাটের অমৃত বাউল লোকগান প্রসার সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল মালঞ্চা হাইস্কুল মাঠে ৷ সেখান থেকে লোকশিল্পীদের সংগঠিত হওয়ার বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা তপন বিধানসভার চেয়ারম্যান বাচ্চু হাঁসদা ৷ সম্মেলনে বাচ্চুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন তপন বিধানসভার কনভেনর অরূপ কুমার সরকার, বালুরঘাট বিধানসভার কনভেনার বিভাস চট্টোপাধ্যায়, দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল সহ অন্য নেতৃত্বরা ।
তিনি বলেন, "গত লোকসভা নির্বাচনে জেলার লোকশিল্পীরা একরকম বিচ্ছিন্ন হয়ে গেছিল । লোকসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পর লোকশিল্পীদের প্রতি এক ধরনের অনিহা তৈরি হয়েছে দলীয় নেতৃত্বরই । সেই জায়গা থেকে আমরাও ভাবতে শুরু করেছি যে শিল্পীদের আমরা এত সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছি, সেই শিল্পীরা আজ বিমুখ হচ্ছেন । তাই লোকশিল্পীদের সংগঠিত হতে হবে । গত দিনে যা ভুল হয়েছে সেই ভুলগুলো ছুড়ে ফেলে দিয়ে সকলে একত্রিত হন । লোকশিল্পীদের পাশে যে ভাবে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে ৷"