পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তপনে বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের 5 জনের মৃতদেহ

অনু বর্মণ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত । চিকিৎসার খরচ চালাতে জমি বিক্রি করতে হয়েছে । পরে আর খরচ জোগাড় করা সম্ভব হয়ে উঠছিল না ৷ তাই আত্মহত্যা বলে অনুমান ।

ছবি
ছবি

By

Published : Nov 8, 2020, 9:37 AM IST

Updated : Nov 8, 2020, 1:36 PM IST

তপন, 8 নভেম্বর : বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ জনের মৃতদেহ ৷ দক্ষিণ দিনাজপুরের তপন থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকার ঘটনা । আজ সকালে বিষয়টি নজরে আসে এলাকাবাসীর ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে ।

মৃতদের নাম অনু বর্মণ (33), উলুবালা বর্মণ (60), মল্লিকা বর্মণ (26), বিউটি বর্মণ (10), স্নিগ্ধা বর্মণ (6) । অনুপ বর্মণ পেশায় কৃষক । বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছোটো সংসার ছিল তাঁর । গতরাতে বাড়িতে অনুষ্ঠান ছিল । পাশাপাশি মাঠের ধান কাটার কাজ চলছিল । আজ সকালে ধান কাটার শ্রমিকরা এসে ডাকাডাকি করলে কেউ সাড়া না দেওয়ায় একজন তাঁর বাড়িতে ঢোকেন । তখনই ঝুলন্ত অবস্থায় অনু বর্মণকে দেখতে পান । পরিবারের অন্যদের রক্তাক্ত অবস্থায় পড়ে তাকতে দেখেন । পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারের সদস্যদের কুপিয়ে খুন করার পর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অনুপ ।

তপনে বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের 5 জনের মৃতদেহ

অনু বর্মণ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত । চিকিৎসার খরচ চালাতে জমি বিক্রি করতে হয়েছে । পরে আর খরচ জোগাড় করা সম্ভব হয়ে উঠছিল না ৷ অনুমান, এর জন্যই মা উলুবালা বর্মণ, স্ত্রী মণিকা বর্মণ, বড় মেয়ে বিউটি বর্মণ এবং ছোটো মেয়ে স্নিগ্ধা বর্মণকে খুন করার পর আত্মঘাতী হন তিনি । এদিকে মৃতের আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনওভাবেই অনু পরিবাদের অন্যদের খুন করতে পারে না । অন্য কেউ হয়তো সম্পত্তির লোভে খুন করেছে । এমনকী অনু বর্মণের হাতে বেশ কয়েকটি নাম লেখা ছিল বলেও জানা গেছে ।

তপনে বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের 5 জনের মৃতদেহ

এদিকে ঘটনাস্থানে যান অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

Last Updated : Nov 8, 2020, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details