বংশিহারী, 3 জানুয়ারি:নবম শ্রেণির পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হল কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র । মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারী থানার পাথরঘাটা এলাকার একটি স্কুলে ৷ পড়ুয়ার ব্যাগে পিস্তল কোথা থেকে এল, তা নিয়ে ধন্দে সহপাঠী থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । খবর পেয়ে ঘটনাস্থলে এসে নাবালককে গ্রেফতার করেছে বংশিহারী থানার পুলিশ ৷ এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুরো ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি এর পেছনে কোনও চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে ।
বংশিহারী থানার এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা গতকালকে পাথরঘাটা এলাকায় অবস্থিত একটি স্কুল থেকে এক নাবালককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছি । আজকে তাকে বালুরঘাটের জুভেনাইল কোর্টে তোলা হয় । আমরা পুলিশের পক্ষ থেকে সমস্ত ঘটনার তদন্ত করছি ৷ কীভাবে ওই ছাত্রের কাছে আগ্নেয়াস্ত এল, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে ।"
জানা গিয়েছে, অভিযুক্ত ওই পড়ুয়া এ বছরই নবম শ্রেণিতে উঠেছে । মঙ্গলবার স্কুলের তরফ থেকে ওই ছাত্র-সহ বাকিদের বই বিতরণ করা হচ্ছিল । সেসময় বেশ কয়েকজন পড়ুয়া অনেকগুলি করে খাতা নিয়ে ক্লাস থেকে চলে যাচ্ছে বলে বাকি ছাত্ররা অভিযোগ করে ৷ বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষ সমস্ত ছাত্রদের ব্যাগ খুলে তল্লাশি শুরু করে ৷ তখনই নবম শ্রেণির ওই ছাত্রের ব্যাগে আগ্নেয়াস্ত্র দেখতে পান শিক্ষকেরা । এরপরেই ওই ছাত্রকে প্রধান শিক্ষকের ঘরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় ।