বালুরঘাট, 1 ডিসেম্বর : আজ ভোরে বালুরঘাটের একটি ওষুধের দোকানে আগুন লাগে । পুড়ে যায় ওষুধপত্র। দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের দীপালিনগর এলাকায় । দমকলের 1টি ইঞ্জিন ঘটনাস্থানে আসে । হতাহতের কোনও খবর নেই । ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।
বালুরঘাটে ওষুধের দোকানে আগুন - বালুরঘাটে ওষুধের দোকান পুড়ে ছাই
আগুনে পুড়ে ছাই দোকানের সমস্ত ওষুধ । দমকলকর্মী ও পুলিশের অনুমান, শর্ট সার্কিটের কারণে ওই ওষুধের দোকানে আগুন লেগেছে । বালুরঘাট থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে ।
প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি যান ওষুধের দোকানের মালিক মলয় সরকার । আজ ভোরে স্থানীয়রা বন্ধ দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে । খবর দেওয়া হয় দোকানের মালিক ও দমকলে । খবর পেয়ে ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন আসে ।
প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । যদিও ততক্ষণে দোকানের সমস্ত ওষুধ পুড়ে যায় । দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে । এবিষয়ে মলয়বাবু বলেন, "আগুনে দোকানের সমস্ত ওষুধ পুড়ে নষ্ট হয়ে গেছে । 10 থেকে 12 লাখ টাকার ক্ষতি হয়েছে ।"