বালুরঘাট, 18 অগাস্ট : কালীপুজোর ভোগ রান্না করতে গিয়ে আগুনে পুড়ে গেল বাড়ি । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের খাদিমপুর রবীন্দ্রনগর এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের একটি ইঞ্জিন এবং বালুরঘাট থানার পুলিশ । প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ততক্ষণে নগদ 70 হাজার টাকা, সোনায় গয়নাসহ প্রায় 6 লাখ টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে । গ্যাস লিক করে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ও দমকল কর্মীরা ।
বালুরঘাট খাদিমপুর রবীন্দ্রনগর এলাকায় বাড়ি নিখিল দাসের । পেশায় তিনি রাজমিস্ত্রি । আজ বাড়িতে তারা মায়ের পুজো ছিল । সেই উপলক্ষে সকালে পুজোর ভোগ রান্নার সময় আগুন লাগে বাড়িতে । মুহূর্তে রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে । এদিকে খবর পেয়ে বালুরঘাট দমকল কেন্দ্র থেকে ঘটনাস্থানে আসে একটি ইঞ্জিন ও বালুরঘাট থানার পুলিশ। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভাতে হাত লাগায় স্থানীয়রা । দমকলকর্মী ও স্থানীয়দের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । ততক্ষণে বিধ্বংসী আগুনে পুড়ে যায় বাড়িতে শ্রমিকদের জন্য রাখা নগদ 70 হাজার টাকা, মেয়ের বিয়ের জন্য তৈরি করা প্রায় দুই ভরি সোনার গয়নাসহ অন্যান্য আসবাবপত্র । আগুনে বাড়ির সর্বস্ব পুড়ে গেলেও ঘটনায় কেউ জখম হননি । গ্যাস লিক করে আগুন লাগে বাড়িতে । অল্পের জন্য রক্ষা পান প্রতিবেশীরা । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুঘাট থানার পুলিশ ও দমকল কর্মীরা ।