বালুরঘাট, 6 অগস্ট: ফের অগ্নিকাণ্ডের ঘটনা বালুরঘাট জনস্বাস্থ্য কারিগরি দফতরে(পিএইচই) । শুক্রবার দুপুরের আগুনের রেশ কাটতে না কাটতেই শনিবার রাত ন'টা নাগাদ ফের জ্বলে উঠল পিএইচই দফতর । ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিগত দিনের আগুনের রেশ রয়ে গিয়েছিল ৷ সেখান থেকেই আবার অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিক ও দমকলের । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পিএইচই দফতর আধিকারিক সুব্রত কর । তিনি বলেন, "গতকালের আগুনের ছাই থেকে শনিবার রাতে পুনরায় এই আগুন লাগার ঘটনা ঘটে । তবে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি এ দিনের আগুনে । দমকল বাহিনী সঠিক সময়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার আনুমানিক রাত ন'টা নাগাদ হঠাৎ করে ফের আগুন জ্বলতে দেখা যায় পিএইচই দফতরে । ঘটনার খবর পেয়ে সেখানে আসে দফতরের আধিকারিকেরা । খবর দেওয়া হয় বালুরঘাট দমকল বাহিনীকে । খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত-সহ অন্যান্যরা । বালুরঘাট শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর । পুনরায় এ দিন আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় । ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পরিস্থিত নিয়ন্ত্রণে আনে ।